ঢাকা     শুক্রবার   ১৩ জুন ২০২৫ ||  জ্যৈষ্ঠ ৩০ ১৪৩২

ফারিয়াকে গ্রেপ্তার, বিপদে ফজলুর রহমান বাবু

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৫, ২০ মে ২০২৫   আপডেট: ১২:৪৬, ২০ মে ২০২৫
ফারিয়াকে গ্রেপ্তার, বিপদে ফজলুর রহমান বাবু

নুসরাত ফারিয়া, ফজলুর রহমান বাবু

সম্প্রতি চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ। এই নায়িকাকে গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় উঠে আসে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার কথা। সিনেমায় ‘শেখ হাসিনার’ চরিত্র রূপায়ন করেন নুসরাত ফারিয়া। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর নির্মিত এই সিনেমায় বাংলাদেশের গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু খন্দকার মোশতাকের চরিত্রে অভিনয় করেন। নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের পরে তিনিও নাকি বিপদে আছেন, এমনটিই জানিয়েছেন এই অভিনেতা। 

গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে ফজলুর রহমান বাবু বলেন, ‘‘নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে, এটা খুবই দুঃখজনক। তবে উনি কি অভিনয় করার জন্য বন্দি হয়েছেন, নাকি অন্য কোনো কারণে- সেটা আমাদের কাছে পরিষ্কার না। যদি খুব পরিষ্কার করে বলি তাহলে বলতে হবে- নিজেও বিপদে আছি।’’ 

উল্লেখ্য, ভারতের শ্যাম বেনেগালের পরিচালনায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি মুক্তি পায়। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় সিনেমাটির শুটিং শুরু হয় ২০১৯ সালে। সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেন চিত্রনায়ক আরিফিন শুভ। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে আরও যাদের দেখা গেছে- নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরকে।

আরো পড়ুন:

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়