ঈদে নিরবের ‘শিরোনাম’

‘শিরোনাম’ সিনেমার পোস্টার
ঈদুল আজহায় দর্শকদের জন্য চমক নিয়ে পর্দায় হাজির হতে যাচ্ছেন চিত্রনায়ক নিরব। তার অভিনীত ‘শিরোনাম’ সিনেমা মুক্তি পাবে বলে জানিয়েছেন অভিনেতা নিজেই।
বুধবার (২২ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ করে ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির ঘোষণা দেন নিরব দেন। এ নায়ক বলেন, “নতুন গল্প নিয়ে আসছি। এখনো অনেক চমক বাকি আছে। সময় হলে সব জানানো হবে শিরোনামের টিম থেকে।”
‘শিরোনাম’ পরিচালনা করছেন অনিক বিশ্বাস। তিনি জানান, ঈদে মুক্তির লক্ষ্যে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে। তার ভাষায়, “দুই-এক দিনের মধ্যেই বিস্তারিত জানানো হবে।”
তবে সিনেমার গল্প নিয়ে এখনই কিছু জানাতে নারাজ পরিচালক। শুধু এতটুকু বললেন, “এটা আমাদের গল্প। দর্শক যেমন গল্প দেখতে চান, তেমনই একটি গল্প নিয়ে তৈরি হয়েছে ‘শিরোনাম’।”
নায়ক নিরব ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন জনপ্রিয় একঝাঁক শিল্পী। যদিও পুরো অভিনয়শিল্পীর তালিকা এখনই প্রকাশ করতে নারাজ পরিচালক।
সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন বাংলাদেশের সাইফুল শাহীন এবং ভারতের ভেঙ্কটেশ গঙ্গাধারী— যা এই সিনেমায় আন্তর্জাতিক ছোঁয়া যোগ করেছে। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর প্লেব্যাকে ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি।
ঢাকা/রাহাত/শান্ত