ঢাকা     মঙ্গলবার   ২৪ জুন ২০২৫ ||  আষাঢ় ১০ ১৪৩২

‘সুচিত্রা সেন আওয়ামী লীগ করেছেন বলে খবর পাইনি’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৬, ২৩ মে ২০২৫   আপডেট: ১৫:১০, ২৩ মে ২০২৫
‘সুচিত্রা সেন আওয়ামী লীগ করেছেন বলে খবর পাইনি’

সুচিত্রা সেন, প্রিন্স মাহমুদ

কয়েক দিন আগে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে ‘সুচিত্রা সেন ছাত্রীনিবাস’–এর নাম পরিবর্তন করে ‘জুলাই–৩৬ ছাত্রীনিবাস’ করা হয়। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নানাজন নানা ধরনের যুক্তি-তর্ক উপস্থাপন করছেন। ভারতীয় গণমাধ্যমেও এ নিয়ে ঢালাওভাবে খবর প্রকাশিত হয়েছে।

শুক্রবার (২৩ মে) দুপুরে আলোচিত বিষয়টি নিয়ে দেশের জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ একটি পোস্ট দিয়েছেন নিজের ফেসবুকে। তাতে এ শিল্পী লেখেন, “সুচিত্রা সেন ছাত্রীনিবাসের নাম নাকি এখন ‘জুলাই-৩৬ ছাত্রীনিবাস’। বোঝেন অবস্থা! সুচিত্রা সেন শুধু পাবনার না বাংলাদেশের ব্র্যান্ড। তিনি কোনোদিন আওয়ামী লীগ করেছেন বলে খবর পাওয়া যায় নাই। লজ্জা...!”

প্রিন্স মাহমুদের এ পোস্টে নেটিজেনদের অনেকে মন্তব্য করেছেন। একজন লেখেন, “নাম বদলের সংস্কার!” তার জবাবে প্রিন্স মাহমুদ লেখেন, “এ আর নতুন কি? ২০১০ সালে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদলে ছিল! সেই তো শুরু। ওই যে, মহামূর্খ মহাদুর্জন যে পথে করে গমন হয়েছিল প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় র্কীতি ধ্বজা ধরে তারাও হবে বরণীয়।”

আরো পড়ুন:

গত ২০ মে, দুপুরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ আবদুল আউয়াল মিয়া নাম পরিবর্তন করা তিনটি ছাত্র ও ছাত্রীনিবাসের নতুন নামফলক উদ্বোধন করেন। গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামে দুটি হলের নামও পরিবর্তনের এই তালিকায় রয়েছে। এ সময় কলেজের উপাধ্যক্ষ আবদুল খালেক, শিক্ষক পরিষদের সম্পাদক লুৎফর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন। 

কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি পাবনায়। সুচিত্রা সেন ছাত্রীনিবাসের নাম পরিবর্তন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তার ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও বিষয়টি নিয়ে অনেকে প্রতিবাদ জানিয়েছেন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়