ঢাকা     বুধবার   ১৬ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ১ ১৪৩২

চাবুক খেতে খেতেই মৌসুমীর সঙ্গে প্রেম: ওমর সানী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৩, ২৬ মে ২০২৫   আপডেট: ১৯:৪৫, ২৬ মে ২০২৫
চাবুক খেতে খেতেই মৌসুমীর সঙ্গে প্রেম: ওমর সানী

তারকা দম্পতি ওমর সানী, মৌসুমী

ঢালিউডের সবচেয়ে আলোচিত ও সফল জুটি ওমর সানী ও মৌসুমী। সিনেমায় একসঙ্গে প্রেম, ঝগড়া, চোখের জল, আবার গানের দৃশ্যে ফুলের বাগানে ঘোরাঘুরি— সবই করেছেন তারা। তবে জানেন কি, এই রোমান্টিক জুটির প্রেম শুরু হয়েছিল চাবুক খেতে খেতে?

সম্প্রতি ফেসবুক রিলসে ঘুরে বেড়াচ্ছে পুরোনো একটি দৃশ্য। যেখানে দেখা যায়, নায়ক ওমর সানীর পিঠে চাবুক মারছেন প্রিয়দর্শিনী মৌসুমী! ব্যস, মুহূর্তেই ভাইরাল! দর্শকের কৌতূহলে ফেটে পড়া অবস্থা। তাদের জিজ্ঞাসা, “আচ্ছা, এতে করে কি বাস্তবে ব্যথা লেগেছিল?”

এমন প্রশ্নের জবাব দিলেন ওমর সানী নিজেই। তিনি রাইজিংবিডিকে বলেন, “প্রথম দিনের শুটিংয়ে চাবুকের মার খেয়েই আমার জ্বর উঠে গেল! রাতে বাসায় গিয়ে দেখি পিঠ লাল হয়ে ফুলে গেছে। মা তো একরকম হুলস্থুল করে ফেললেন!”

আরো পড়ুন:

পরের ঘটনা আরো মজার। ওমর সানীর ভাষায়, “মৌসুমী তখন নতুন, মাত্র কয়েকটা সিনেমা করেছে। আমি কিছু পুরোনো হলেও আমাদের দুজনেই তখন নিজেদের প্রমাণ করার তাগিদ ছিল। তাই চাবুকের দৃশ্যটা রিয়েল করতে মার খেতে হলো। ব্যথা তো পেয়েছি ঠিকই, তবে সেই ব্যথার আনন্দটা আজও মনে পড়ে। সেই ব্যথার মধ্যেই প্রেম, সেই প্রেমই নিয়ে গেছে বিয়েতে।”

১৯৯৬ সালের ২ আগস্ট, এই চাবুক-মারার সিনেমার পর্দা ভেদ করে বাস্তবে ঘর বাঁধেন সানী-মৌসুমী। এরপর সিনেমার মতোই বাস্তব জীবনে চলছে তাদের রোমান্টিক গল্প।

এখন আর অভিনয়ে নিয়মিত নন ওমর সানী। এখন পুরোপুরি ব্যবসায়ী। রেস্টুরেন্ট, রিয়েল এস্টেট ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়