ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘স্যার আপনার সঙ্গে সময় কাটাতে চান’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪২, ২ জুন ২০২৫   আপডেট: ১১:৪৮, ২ জুন ২০২৫
‘স্যার আপনার সঙ্গে সময় কাটাতে চান’

সুরভিন চাওলা

শোবিজ অঙ্গনে কাস্টিং কাউচের অভিযোগ প্রায়ই ওঠে। অনেক অভিনেত্রী এ নিয়ে তাদের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন। এর আগে অভিনেত্রী সুরভিন চাওলা একাধিক তিক্ত ঘটনা বর্ণনা করেছেন। ফের রুপালি জগতের অন্ধকার দিক নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী।

কয়েক দিন আগে ‘দ্য মেল ফেমিনিস্ট’ পডকাস্টে সাক্ষাৎকার দেন সুরভিন চাওলা। এ আলাপচারিতায় কয়েকটি ঘটনা শেয়ার করেছেন। তার একটি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির। তামিল সিনেমার এক পরিচালক তাকে কু-প্রস্তাব দিয়েছিলেন। ওই পরিচালক তামিল ছাড়া অন্য ভাষায় কথা বলতে পারতেন না। তাই তার হয়ে অন্য একজন সুরভিনকে মেসেজ পাঠান।

আরো পড়ুন:

মেসেজের বক্তব্য বর্ণনা করে সুরভিন চাওলা বলেন, “আপনার অডিশন স্যারের খুব ভালো লেগেছে। কিন্তু স্যার তো আপনাকে ঠিক চেনেন না, তাই স্যার আপনার সঙ্গে সময় কাটাতে চান। কথা ঘুরিয়ে যাচ্ছিলেন। কিন্তু আসল প্রসঙ্গে আসছিলেন না। চার-পাঁচ মিনিট এ রকম চলার পর তাকে সোজা জিজ্ঞাসা করি, আপনার স্যার কি আমার সঙ্গে শুতে চান? সেটা যদি হয় তবে আপনাকে বলতে চাই, আপনি ভুল মানুষের সঙ্গে কথা বলছেন, নিজেকে বেচে কাজ পেতে চাই না।”

মুম্বাইয়ের আরেকটি তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেন সুরভিন চাওলা। এ অভিনেত্রী বলেন, “তার অফিস কেবিনে মিটিংয়ের পর, আমাকে বিদায় জানাতে গেট পর্যন্ত এসেছিল। এ ঘটনা আমার বিয়ের পরের। মিটিংয়ে বিয়ের বিষয়ে কথা হয়। জানতে চেয়েছিল, সবকিছু কেমন চলছে, আমার স্বামী কী করেন? তার কেবিনে বসেই আমরা কথা বলছিলাম। তার অফিসটি অনেক বড় ছিল। বিদায় নিয়ে আমি যখন দরজা খুললাম, তখন সে চুমু খাওয়ার চেষ্টা করেছিল। আমি তাকে ধাক্কা দিয়ে পিছনে ঠেলে দিই। আমি চমকে গিয়ে বলি, ‘আপনি এটা কী করছেন?’ এরপর আমি চলে আসি।”

প্রায় দুই দশকের বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন সুরভিন। ‘কাহি তো হোগা’ হিন্দি ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে পথচলা শুরু করেন তিনি। এরপর ‘কসৌটি জিন্দেগি কি’, ‘কাজল’ ধারাবাহিকে কাজ করেছেন। সঞ্চালক হিসেবেও তাকে দেখা গেছে। তবে ‘হেট স্টোরি টু’ সিনেমায় অভিনয় করে বেশি পরিচিতি লাভ করেন এই নায়িকা।

‘হেট স্টোরি টু’ ছাড়াও বলিউডের ‘আগলি’, ‘পার্চড’ সিনেমায় অভিনয় করেছেন সুরভিন চাওলা। ‘স্যাকরেড গেমস’, ‘ডিকাপলড’ ওয়েব সিরিজেও তাকে দেখা গেছে।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়