ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লজ্জার অভিজ্ঞতা জানালেন জেমি লিভার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ৮ জুন ২০২৫   আপডেট: ১৪:৫৭, ৮ জুন ২০২৫
লজ্জার অভিজ্ঞতা জানালেন জেমি লিভার

জেমি লিভার

বাবা ছিলেন বলিউডের আলোচিত কৌতুক অভিনেতা জনি লিভার। তাতে কী? বলিউডে কাজ পাওয়া মোটেও সহজ হয়নি কন্যা জেমি লিভারের। বরং লজ্জার অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তিনি।

জেমি লিভাবের গায়ের রং কালো। তার শরীরের গঠনও নিখুঁত নয়। তিনি ছোট থেকেই বুলিংয়ের শিকার। 

আরো পড়ুন:

বাবা জনি লিভারের সঙ্গে কন্যা জেমি লিভার

ভারতীয় গণমাধ্যমকে জেমি লিভার বলেন, ‘‘ছোটবেলা থেকেই কখনও শরীরের গঠন নিয়ে আবার কখনও গায়ের রঙের জন্য কু-মন্তব্য শুনতে হয়েছে। একটা সময় নিজের শরীর নিজের লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছিল!”

জেমি লিভারকে দেখলেই নাকি মানুষ বলতো ‘‘কৌতুক অভিনেতার মেয়েতো!’’

গায়ের রং কালো হওয়ার কারণে ছোট থেকেই তাই তাকে নিয়মিত রূপচর্চার পরামর্শ দিতো প্রায় সবাই। যেমন, ‘‘উপটান ব্যবহার করতে পার তো!’’ কিংবা ‘‘রোজ হলুদ মাখলে গায়ের রং ফর্সা হবে’’।

গায়ের রং কালো হওয়াই অনেক সময় ডাইনি, প্রেতনিও শুনতে হয়েছে। বলিউডে প্রবেশ করেও একই রকম অভিজ্ঞতা হয়েছে তার।

জেমি লিভার বলেন, ‘‘লোকে আমাকে বলতো- এত কুৎসিত মেয়েকে কে কাজ দেবে! অনেকে আমার মৃত্যুও কামনা করতো। এখনও ইন্ডাস্ট্রিতে গায়ের রং একটা বড় বিষয়।’’

জেমি আরও বলেন, ‘‘শুধুই কি গায়ের রং, শরীরের গঠন নিয়েও কথা শুনতে হয়েছে।’’

জেমি জানিয়েছেন, ভারী নিতম্ব ঢাকার জন্য অনেক বড় বয়স পর্যন্ত তিনি লম্বা কুর্তি বা পা ঢাকা পোশাক পরতেন। শরীরের খুঁত ঢেকে সুন্দর করে নিজেকে মেলে ধরতে শিখেছেন অনেক পরে। তবে তিনি নাকি কোনো বুলিংয়ের পরোয়া করেন না। 

এরই মধ্যে স্ট্যান্ড-আপ কমেডির দুনিয়ায় নিজের জাত চিনিয়েছেন। পাশাপাশি অভিনয় করেছেন ‘কিস কিসকো পেয়ার করুঁ’, ‘হাউসফুল ৪’, ‘ভূত পুলিশ’-এর মতো জনপ্রিয় সিনেমাতেও। 

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়