ঈদের তৃতীয় দিন ছোট পর্দার নাটক-টেলিফিল্ম
বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

ছবি: সংগৃহীত
টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে ঈদুল আজহার অনুষ্ঠানমালা। ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম প্রধান আকর্ষণ নাটক-টেলিফিল্ম। এবারো তার ব্যতিক্রম নয়। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদের তৃতীয় দিন যেসব নাটক-টেলিফিল্ম প্রচার হবে তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।
মাছরাঙা টেলিভিশন
বিকাল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক: ওস্তাদ কামড় খাঁ। রচনা: জায়েদ জুলহাস। পরিচালনা: বর্ণ নাথ। অভিনয়ে: মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি প্রমুখ। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: শ্বশুরের বিয়ে। রচনা: আল আমিন স্বপন। পরিচালনা: তাইফুর জাহান আশিক। অভিনয়ে: শরাফ আহমেদ জীবন, নাদিয়া মীম, আশরাফ সুপ্ত, মিহি আহসান প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: রূপকথার মতো। রচনা: আব্রাহাম তামিম। পরিচালনা: রুবেল আনুশ। অভিনয়ে: মুশফিক ফারহান, স্পর্শিয়া প্রমুখ। রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: থ্রি ইডিয়টস। রচনা: অনামিকা মন্ডল। পরিচালনা: ইমরান হাওলাদার। অভিনয়ে: মারজুক রাসেল, চাষী আলম, সালহা নাদিয়া প্রমুখ। রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে একক নাটক: তুমি। রচনা ও পরিচালনা: সুমন ধর। অভিনয়ে: তৌসিফ, সাফা কবির প্রমুখ। রাত সাড়ে ১১টায় প্রচার হবে টেলিফিল্ম: ভুল থেকে ফুল। রচনা ও পরিচালনা: জাকারিয়া সৌখিন। অভিনয়ে: অপূর্ব, তাসনিয়া ফারিণ প্রমুখ।
এনটিভি
দুপুর আড়াইটায় প্রচার হবে টেলিফিল্ম: কে কখন কোথায়। রচনা ও পরিচালনা: রাকেশ বসু। অভিনয়ে: পার্থ শেখ, আইশা খান প্রমুখ। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: প্লিজ আমাকে ক্ষমা করে দাও। রচনা ও পরিচালনা: মোহন আহমেদ। অভিনয়ে: সাইদুর রহমান পাভেল, চাষী আলম, ইশকিয়াক আহমেদ রুমেল, সালহা খানম নাদিয়া, ফাহমিদা বন্যা, পামির, জারা নূর, শেলী আহসান প্রমুখ। রাত ৭টা ৫৫ মিনিটে প্রচার হবে একক নাটক: বাকির খাতা ফাঁকি। রচনা: অর্ক মোস্তফা। পরিচালনা: মুসাফির রনি। অভিনয়ে: নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, টুনটুনি সোবহান প্রমুখ। রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক: চীফ গেস্ট। রচনা: দয়াল সাহা। পরিচালনা: সকাল আহমেদ। অভিনয়ে: মোশাররফ করিম, হিমি, খলিলুর রহমান কাদরী, জাভেদ গাজী প্রমুখ। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক: প্রথম হারালো মন। রচনা: মোসাব্বের হোসেন মুয়ীদ। পরিচালনা: মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে: আরশ খান, মাফতুহা জান্নাত জিম প্রমুখ।
এটিএন বাংলা
সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক: লোভী সন্তান। পরিচালনা: মহিন খান। অভিনয়ে: শামীম হাসান সরকার, লামিয়া লাম, চিত্রলেখা গুহ। রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক: আগলে রেখো আমায়। পরিচালনা: মাকসুদুর রহমান বিশাল। অভিনয়ে: খায়রুল বাশার, সাদমিনা। রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক: বৌ তালাক। পরিচালনা: আশিকুর রহমান। অভিনয়ে: মোশাররফ করিম, জুই করিম। রাত ১১ টায় প্রচার হবে টেলিফিল্ম: অবুঝ বায়না। পরিচালনা: আল মাসুদ। অভিনয়ে: খায়রুল বাশার, তানজিন তিশা।
চ্যানেল আই
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: অসময়ের লাল গোলাপ। রচনা ও পরিচালনা: সৈয়দ শাকিল। অভিনয়ে: খায়রুল বাসার, তানজিন তিশা। বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: জামাই বেশী বুঝে। রচনা ও পরিচালনা: সোহেল হাসান। অভিনয়ে: মোশাররফ, হিমি প্রমুখ।
দীপ্ত টিভি
সন্ধ্যা ৭টায় প্রচার হবে একক নাটক: আপন পর, পরিচালনা: হাসিব হোসেন রাখি, অভিনয়: নিলয়, তানিয়া বৃষ্টি। রাত ৮টায় প্রচার একক নাটক: কোন এক বসন্ত বিকেল, পরিচালনা: সৈয়দ শাকিল, অভিনয়: জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ। রাত ৯টায় প্রচার তুর্কি ধারাবাহিক: গুড ডক্টর। রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ওই পাড়া থেকে সাবধান, পরিচালনা: শামীম জামান, অভিনয়: শামীম জামান, ইশানা, আ খ ম হাসান, আল মনসুর, চিত্রলেখা গুহ, আহসানুল হক মিনু, স্বাগতা, প্রাণ রায়। রাত ১০টায় প্রচার হবে একক নাটক: আমার কি দোষ, পরিচালনা: সেরনিয়াবাত শাওন, অভিনয়: খায়রুল বাসার, সাফা কবির।
আরটিভি
সন্ধ্যা ৭টায় প্রচার হবে একক নাটক: দ্য সেলসম্যান। রচনা ও পরিচালনা: শেখ নাজমুল হুদা ইমন। অভিনয়ে: নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: যদি আমি প্রেম করতাম। রচনা: ইসরাত আহমেদ। পরিচালনা: সকাল আহমেদ। অভিনয়ে: মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি প্রমুখ। রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: মুশকিল আসান কোম্পানি। রচনা: মশিউর রহমান। পরিচালনা: সহিদ উন নবী। অভিনয়ে: শামীম হাসান সরকার, চাষী আলম, তানজিম হাসান অনিক, আনিকা কবীর শখ প্রমুখ। রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক: চল বদলে যাই। রচনা ও পরিচালনা: ইশতিয়াক আহমেদ রুমেল। অভিনয়ে: ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল প্রমুখ। রাত ১১টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: কন্টেন্ট অব দ্য ইয়ার। রচনা: পাপ্পু রাজ। পরিচালনা: মেহেদী রনি। অভিনয়ে: যাহের আলভী, মুসাফির সৈয়দ বাচ্চু, তানজিম হাসান অনিক, ইফফাত আরা তিথি প্রমুখ।
ঢাকা/শান্ত/লিপি