ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শত্রুপক্ষের দুঃখে আনন্দ হয় না, মায়া লাগে : প্রভা

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৬, ২৬ জুন ২০২৫   আপডেট: ১৭:৫১, ২৬ জুন ২০২৫
শত্রুপক্ষের দুঃখে আনন্দ হয় না, মায়া লাগে : প্রভা

দুই দশকেরও বেশি সময় ধরে টেলিভিশনের পর্দায় অভিনয় গুণে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন সাদিয়া জাহান প্রভা। অভিনয়ে খানিকটা বিরতি নিলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার সরব উপস্থিতি বরাবরের মতোই আলোচনায়।

বৃহস্পতিবার (২৬ জুন) ফেসবুক প্রোফাইলে একটি আবেগঘন বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। যেখানে উঠে এসেছে মানবিকতা, সহমর্মিতা এবং নারীর প্রতি নারীর সম্মানবোধের এক অনন্য দৃষ্টান্ত।

প্রভা লিখেছেন, “শত্রুপক্ষের দুঃখের দিনেও আনন্দ হচ্ছে না, বরং মায়া লাগছে। কি করব, আমি মানুষ তো! মেয়ে মানুষ, নারী হয়ে নারীর দুঃখের দিনে নারীকেই অসম্মান করার পারিবারিক শিক্ষা, যোগ্যতা কোনটাই আমার নাই।”

স্ট্যাটাসটি প্রকাশের পর থেকেই সাড়া ফেলেছে। তবে কার উদ্দেশে এই বার্তা স্পষ্ট করেননি প্রভা। বরং এই লেখায় তিনি বুঝিয়েছেন— ব্যক্তিগত বিরোধ বা শত্রুতার ঊর্ধ্বে উঠে একজন নারীর দুঃখ তাকে স্পর্শ করে, বেদনাহত করে। তার কথায় প্রতিফলিত হয়েছে সহমর্মিতা, মানবিক বোধ ও নারীত্বের প্রতি দায়বদ্ধতা।

প্রভা বরাবরই ব্যক্তিত্ববান এবং স্পষ্টভাষী। এমন মানবিক বার্তা তার ভক্তদের কাছে আবারও স্মরণ করিয়ে দিল অভিনয়ের বাইরেও তার একটি গভীর অন্তর্দৃষ্টি রয়েছে, যে অন্তর নারীর সম্মান ও মমতাকে বড় করে দেখে।

২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন প্রভা। অল্প সময়েই অভিনয়ে নিজেকে প্রতিভাবান শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেন। পাশাপাশি গড়ে তুলেছেন নিজের আরেকটি পরিচয়— দক্ষ মেকআপ আর্টিস্ট। নিউইয়র্কের ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে মেকআপে প্রশিক্ষণ নিয়ে তিনি চালু করেছেন ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম ‘মেকআপ বাই প্রভা’ যেখানে নিয়মিত দেখা যায় তার কাজের ঝলক।
 

ঢাকা/রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়