ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভিনয়ে মোহনলালের কন্যা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ২ জুলাই ২০২৫   আপডেট: ১৮:১৪, ২ জুলাই ২০২৫
অভিনয়ে মোহনলালের কন্যা

মোহনলাল, বিস্মায়া

অভিনয়ে পা রাখতে যাচ্ছেন মালায়ালাম সিনেমার সুপারস্টার মোহনলালের কন্যা বিস্মায়া মোহনলাল। ‘টুডাককাম’ সিনেমার মাধ্যমে অভিনেত্রী হিসেবে বড় পর্দায় তার অভিষেক হবে। সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার শেয়ার করে এই ঘোষণা দেন মোহনলাল।  

বুধবার (২ জুলাই) মাইক্রোব্লগিং সাইট এক্সে একটি পোস্ট দিয়েছেন মোহনলাল। তাতে এই অভিনেতা লেখেন, “প্রিয় মায়াকুট্টি, ‘টুডাককাম’ দিয়ে সিনেমার সঙ্গে তোমার আজীবন প্রেমের প্রথম দাপ হোক।” 

আরো পড়ুন:

ইন্ডিয়া টুডে জানিয়েছে, ‘টুডাককাম’ সিনেমা রচনা ও পরিচালনা করছেন জুড অ্যান্থনি জোসেফ। আশীর্বাদ সিনেমার ব্যানারে অ্যান্থনি পেরুম্বাভুর এটি প্রযোজনা করেছেন।  

ভারতের দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা মোহনলাল। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন পাঁচবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পদ্মশ্রী পুরস্কারেও ভূষিত হয়েছেন এই শিল্পী।  

ব্যক্তিগত জীবনে সুচিত্রা মোহনলালের সঙ্গে সংসার বেঁধেছেন মোহনলাল। এ সংসারে প্রণব মোহনলাল (পুত্র) ও বিস্মায়া মোহনলাল (কন্যা) নামে দুটি সন্তান রয়েছে। এরই মধ্যে পুত্র প্রণব চলচ্চিত্রে পা রেখেছেন। বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তবে কয়েক বছর আগে বিস্মায়া সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন। এবারই প্রথম অভিনয়ে যাত্রা শুরু করতে যাচ্ছেন।  

আগে থেকেই সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত বিস্মায়া। ছবি আঁকা ও লেখালেখি করতে ভালোবাসেন। ‘গ্রেইনস অব স্টারডাস্ট’ নামে তার একটি কবিতার বই প্রকাশিত হয়েছে। তাছাড়া মার্শাল আর্টে প্রশিক্ষণ নিয়েছেন বিস্মায়া। 

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়