ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাহুল-শ্রদ্ধার ছবি ভাইরাল, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা নিয়ে প্রশ্ন রাভিনার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪০, ৮ জুলাই ২০২৫   আপডেট: ০৯:০৪, ৮ জুলাই ২০২৫
রাহুল-শ্রদ্ধার ছবি ভাইরাল, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা নিয়ে প্রশ্ন রাভিনার

রাভিনা ট্যান্ডন, রাহুল মোদি, শ্রদ্ধা কাপুর

তারকাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে চলা বেশ কঠিন। নায়ক, নায়িকারা কে কোথায় যাচ্ছেন, কোন পোশাকে যাচ্ছেন, সঙ্গে কে আছে— সব বিষয় ফাঁস হয়ে যায়।

অনেক সময় এই কারণে সমস্যাতেও পড়তে হয় তারকাদের। এক দিকে যেমন অনেক গোপন কথা প্রকাশ্যে আসে, তেমনই আবার ব্যক্তিগত সময় বলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকে না। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সঙ্গে। 

আরো পড়ুন:

অনেকদিন থেকেই বলিউডে গুঞ্জন ছড়িয়েছে, রাহুল মোদির সঙ্গে নাকি ডেট করছেন শ্রদ্ধা কাপুর। সেই গুঞ্জন যে সত্য তা স্বীকারও করেছিলেন শ্রদ্ধা। এক সাক্ষাৎকারে তিন জানিয়েছেন, ‘‘রাহুলের সঙ্গে সময় কাটাতে ভালোবাসি।’’ আর সেখান থেকেই তার প্রেমের গুঞ্জন আরও জোড়ালো হয়েছে। 

এরপর থেকেই এই যুগলকে নিযে নেটিজেনদের আগ্রহের শেষ নেই। কিছুদিন আগে একটি ভিডিও ছড়িয়ে পড়ে-যেখানে দেখা যায় আয়নার সামনে একটি রিল ভিডিয়োয় নাচছেন নায়িকা। আর আয়নায় দেখা যাচ্ছে রাহুল মোদিকে। তা নিয়ে আলোচনার মাঝেই ফের চর্চায় শ্রদ্ধা এবং রাহুল।

ভারতীয় গণমাধ্যমের তথ্য,  বিমানে শ্রদ্ধা আর রাহুল একসঙ্গে কোথাও যাচ্ছিলেন। পাশাপাশি বসে ছিলেন এই যুগল। আর সেই ছবি ফোনে তুলে নিয়েছেন একজন বিমান বালা।  এই ঘটনা প্রকাশ হওয়ার পরেই ক্ষেপেছেন বলিউডের গুণী অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। 

রাভিনা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘‘একজন বিমান বালার কাছে এই ধরণের আচরণ আশা করা যায় না। কারও ক্তিগত গোপনীয়তা এ ভাবে লঙ্ঘন করা একেবারেই উচিত নয়।’’

তিনি আরও লিখেছেন, ওই বিমান বালার ছবি তোলার ইচ্ছা হলে, তাদেরকে জানিয়ে তুলতে পারতেন।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়