ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মা হতে না পারায় সংসার ভাঙছে অভিনেত্রীর?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২২, ৯ জুলাই ২০২৫  
মা হতে না পারায় সংসার ভাঙছে অভিনেত্রীর?

ভারতের জনপ্রিয় অভিনেত্রী পায়েল রোহাতগি। ২০২২ সালের আগস্টে ভালোবেসে বিয়ে করেন অভিনেতা সংগ্রাম সিংকে। বিয়ের প্রায় ৩ বছর কেটে গেছে। কিন্তু এখনো মা হতে পারেননি ৪৬ বছরের পায়েল। বার বার চেষ্টা করেও গর্ভধারণে ব্যর্থ হচ্ছেন তিনি। এ নিয়ে স্বামীর সঙ্গে তিক্ততা তৈরি হয়েছে! গুঞ্জন রয়েছে, এই কারণে ভেঙে যাচ্ছে এ দম্পতির সংসার।  

গত বছরের ডিসেম্বরে পায়েল-সংগ্রামের তর্ক-বিতর্কের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে এ অভিনেত্রী অভিযোগ করেন, “আমার সঙ্গে সংগ্রাম দুর্ব্যবহার করে। কারণ আমি মা হতে পারছি না।” সংগ্রামের পরিবারের সদস্যদের আচরণ ব্যাখ্যা করে পায়েল বলেন, “নারীদের সম্পর্কে তাদের পুরোনো ধ্যানধারণা। তাদের বিশ্বাস, নারীদের কাজ রান্না করা, সন্তানধারণ করা এবং ঘোমটার আড়ালে থাকা।” 

আরো পড়ুন:

এ ঘটনার পর কেটে গেছে ৭ মাস। এরই মাঝে সংগ্রামের চ্যারিটেবল ট্রাস্টের পরিচালকের পদ থেকে ইস্তফা দিয়েছেন পায়েল। ইস্তফা পত্রে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন এই অভিনেত্রী। তারপর পায়েল-সংগ্রামের বিবাহবিচ্ছেদ নিয়ে নতুন করে চর্চা চলছে। প্রশ্ন উঠেছে— বাবা-মা হতে না পারার কারণে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই দম্পতি? এ নিয়ে নীরব পায়েল। তবে সরব হয়েছেন সংগ্রাম।  

সংগ্রাম সিং বলেন, “আমাদের ডিভোর্স হওয়ার প্রশ্নই উঠে না। আমরা ১৪ বছর ধরে একসঙ্গে রয়েছি এবং সবসময় থাকব। ভালো কাজের প্রতি আমি আমার সমস্ত মনোযোগ দিতে চাই। ডিভোর্সের মতো আলোচনায় সময় নষ্ট করতে চাই না। পাশাপাশি আমি তাকে অনুরোধ করব, সে যেন এই ধরনের গুঞ্জন বিশ্বাস না করে।” 

চ্যারিটেবল ফাউন্ডেশনের পরিচালক পদ থেকে সরে যাওয়ার বিষয়ে সংগ্রাম বলেন, “এটা পায়েলজির সিদ্ধান্ত। আমি তার সিদ্ধান্তকে সম্মান জানাই। কাজের ক্ষেত্রে আমাদের দুজনের আলাদা আলাদা ভাবনা রয়েছে। আমি তাকে আটকাব না, সে স্বাধীনভাবে নিজের সিদ্ধান্ত নিতে পারে।” 

তথ্যসূত্র: ইন্ডিয়া ডটকম

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়