দেবশ্রীর বোন মারা গেছেন
দেবশ্রী রায়
ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়ের বোন মারা গেছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন ঝুমা রায়। একসময় কলকাতায় বুকে রুমকি-ঝুমকি নামে পরিচিত ছিলেন এই দুই বোন। দারুণ জনপ্রিয় ছিল তাদের নৃত্যশৈলী।
দক্ষিণ কলকাতায় দেবশ্রী রায়ের বাড়ির পাশেই থাকতেন ঝুমা রায়। তার মৃত্যুর খবর পেয়ে কলকাতায় যাচ্ছেন তাদের ভাই রাজা। দেবশ্রী-ঝুমা বলিউড অভিনেত্রী রানী মুখার্জি ও রাজা মুখার্জির সম্পর্কে খালা হন।
কিছু দিন আগে ঘরোয়া একটি অনুষ্ঠানে দুই বোনকে অন্য মেজাজে দেখা যায় তাদের। সারা বাড়ি সাজানো হয়েছিল লাল-সাদা বেলুনে। সম্ভবত কোনো পারিবারিক অনুষ্ঠানে এক হয়েছিলেন তারা। সেখানে মাইক নিয়ে দুই বোনকে গান গাইতে দেখা যায়।
একসময় কলকাতায় রুমকি-ঝুমকির অনুষ্ঠান খুবই জনপ্রিয় ছিল। সেই জুটি এবার ভেঙে গেল। আর কখনো দুই বোনকে একসঙ্গে দেখা যাবে না। এখন পর্যন্ত বোনের মৃত্যু নিয়ে অভিনেত্রী দেবশ্রীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঢাকা/শান্ত