ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গানের মঞ্চ পেরিয়ে সিনেমায় দুই তারকা

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১১, ১০ জুলাই ২০২৫  
গানের মঞ্চ পেরিয়ে সিনেমায় দুই তারকা

বর্তমান সময়ের দুই সংগীতশিল্পী প্রীতম হাসান, জেফার রহমান। এবার এই দুই তারকাকে দেখা যাবে রুপালি পর্দায়! প্রথমবারের মতো একসঙ্গে দুজন অভিনয় করেছেন শিহাব শাহীন পরিচালিত রোমান্টিক-কমেডি ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’তে।

নির্মাতা জানান, দুই বছর আগে এই প্রজেক্টটি হাতে নেওয়ার পরিকল্পনা ছিল, তবে নানা কারণে শুটিং পিছিয়ে যায়। অবশেষে কোরবানির ঈদের আগে সিনেমার শুটিং শেষ হয়েছে এবং বর্তমানে চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ।

প্রীতম ও জেফারের অনস্ক্রিন রসায়ন নিয়ে আশাবাদী শিহাব শাহীন বলেন, “প্রীতম আগেও অভিনয় করেছে, ‘কাছের মানুষ দূরে থুইয়া’তে ওর পারফরমেন্স চমৎকার ছিল। আর জেফারও খুব মনোযোগী ও আন্তরিকভাবে কাজ করেছে। তাদের মধ্যে দারুণ কমেডি রসায়ন তৈরি হয়েছে।’’

তবে গল্প সম্পর্কে আপাতত মুখ খুলতে নারাজ এই নির্মাতা। বলেন, “গল্পটা আলাদা ধাঁচের। আগেভাগে কিছু বলতে চাই না, দর্শকের জন্য একটু চমক থাকুক। তবে এটুকু বলতে পারি— এটি শুধুই হাসির সিনেমা নয়, এতে বন্ধুত্ব, সম্পর্ক আর জীবনের স্পর্শও পাওয়া যাবে।”
‘তুমি আমি শুধু’ কবে মুক্তি পাচ্ছে, তা শিগগিরই ঘোষণা করবেন নির্মাতা।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ‘সুখী’ অ্যাপের জন্য ছয়টি ভিন্নধর্মী বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন শিহাব শাহীন, যেখানে অভিনয় করেছেন মিথিলা, দীঘি, রুকাইয়া চমক, নাসির উদ্দিন খান, ইমন ও ইরফান সাজ্জাদ।

ঢাকা/রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়