ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দূরদেশে হঠাৎ দেখা কাবিলা-ইভার!

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৮, ১৫ জুলাই ২০২৫  
দূরদেশে হঠাৎ দেখা কাবিলা-ইভার!

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের জনপ্রিয় দুই চরিত্র ‘কাবিলা’ ও ‘ইভা’। এই দুই চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন জিয়াউল হক পলাশ ও পারসা ইভানা। নাটকের গণ্ডি পেরিয়ে বাস্তব জীবনেও তাদের রসায়ন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই।  

বর্তমানে যুক্তরাষ্ট্রে অভিনয়ের ওপর একটি কোর্স করছেন পারসা ইভানা। সেখান থেকে একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে কানাডায় গিয়েছেন তিনি। একই অনুষ্ঠানে অংশ নিতে কানায় গিয়েছেন জিয়াউল হক পলাশও। ফলে, বহুদিন পর কানাডার মাটিতে দেখা হলো কাবিলা-ইভার। 

আরো পড়ুন:

সাক্ষাতের কিছু হাসিমাখা ছবি তারা শেয়ার করেছেন নিজেদের সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ইভানা তার ফেসবুকে ছবি পোস্ট করে লিখেন, “আপনার নিঃশর্ত ভালোবাসার জন্য ধন্যবাদ মন্ট্রিল।” এর পরের লাইনে লিখেন, “আমরা তোমাদের ভালোবাসি শ্রোতাদের।” 

প্রিয় দুই মুখের হঠাৎ দেখা যেন দর্শকের কাছেও এক তাজা আনন্দ। অনেকেই মন্তব্য করেছেন—নাটক শেষ হলেও স্মৃতি আর ভালোবাসা শেষ হয় না। বাস্তবের কাবিলা-ইভার এই হঠাৎ দেখা এবং খুশির মুহূর্তটাই ভক্তদের হৃদয়ে রেখে যাচ্ছে এক মিষ্টি অনুরণন।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়