‘এই অনিশ্চিত জীবন নিয়ে আমরা কত অহংকার করি’
কোনাল
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সোমবার দুপুর ১টা ২৮ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন।
হৃদয়বিদারক এ দুর্ঘটনায় শোক ও উদ্বেগ জানিয়েছেন দেশের শোবিজ অঙ্গনের অনেকে। কণ্ঠশিল্পী কোনাল তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে জীবন নিয়ে গভীর এক উপলদ্ধির কথা জানান এই শিল্পী। পাশাপাশি আহত-নিহতদের জন্য প্রার্থনা করেছেন।
কোনাল লেখেন, “এই অনিশ্চিত জীবন নিয়ে আমরা কত অহংকার করি! উত্তরা মাইলস্টোন কলেজ মাঠে বিমান বিধ্বস্ত। মন থেকে দোয়া করছি মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে—বাচ্চাগুলো এবং সেইখানে অবস্থানরত সবার জন্য।”
মানবিক সহমর্মিতায় অনেকেই তার এই স্ট্যাটাসে মন্তব্য করে নিহতদের প্রতি শ্রদ্ধা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
ঢাকা/রাহাত/শান্ত