ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফের বন্ধ গীত-সংগীত সিনেমা হল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৫, ৩ আগস্ট ২০২৫  
ফের বন্ধ গীত-সংগীত সিনেমা হল

প্রেক্ষাগৃহ ‘গীত’ ও ‘সংগীত’

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধোলাইপার-জুরাইন এলাকায় অবস্থিত জমজ দুই সিনেমা হল ‘গীত’ ও ‘সংগীত’ আবারো বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন ধরে আর্থিক ক্ষতি ও দর্শক সংকটে ভুগতে থাকা এই দুই হল কর্তৃপক্ষ জানিয়েছেন, সাময়িকভাবে হলেও অনির্দিষ্টকালের জন্য হল বন্ধ ঘোষণা করা হয়েছে। 

শনিবার (২ আগস্ট) আদর আজাদ-পূজা চেরি অভিনীত ‘টগর’ সিনেমা প্রদর্শনের পরই হল দুটি বন্ধের সিদ্ধান্ত আসে। নতুন ও মানসম্পন্ন দেশি সিনেমার অভাব, পাশাপাশি দর্শক অনুপস্থিতিই এই সিদ্ধান্তের মূল কারণ বলে জানিয়েছেন হল কর্তৃপক্ষ। 

আরো পড়ুন:

তাদের ভাষ্য, “পরিস্থিতি উন্নত হলে, বিশেষ করে আগামী ঈদে যদি ভালো সিনেমা মুক্তি পায়, তাহলে আবারো চালু করা হতে পারে।” 

এই বন্ধের ঘোষণা নতুন নয়। এর আগেও, ২০২৪ সালের ডিসেম্বর মাসে একই কারণে ‘গীত’ ও ‘সংগীত’ হল বন্ধ করে দেওয়া হয়েছিল। চলতি বছরে ঈদুল ফিতরের আগে ফের চালু করা হয়, কিন্তু তা স্থায়ী হয়নি। কয়েক মাসের ব্যবধানে আবারো নিভে গেল পর্দার আলো।

বাংলাদেশে একসময় সাড়ে ১২০০টির বেশি সিনেমা হল ছিল। এখন তা নেমে এসেছে ১৪১টিতে। এর মধ্যেও বছরজুড়ে চালু থাকে মাত্র ৬০টির মতো হল। ঈদ ছাড়া বাকি সময়গুলোতে দর্শকশূন্যতায় ভোগে এসব হল। ফলে একের পর এক হল বন্ধ হয়ে যাচ্ছে।  

হল মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, “ঈদের সময় ছাড়া তেমন দর্শক পাওয়া যায় না। আর্থিক ক্ষতির পাশাপাশি অনেক হলেই নেই আধুনিক সুযোগ-সুবিধা। আবার সঠিক ব্যবস্থাপনাও নেই।” 

দেশি সিনেমার দুরবস্থা, মানহীনতা ও পরিকল্পনার অভাব–সব মিলে এক হতাশাজনক বাস্তবতা তৈরি করেছে। আর সেই বাস্তবতার ভুক্তভোগী হয়ে উঠছে গীত-সংগীতের মতো প্রাচীন হলগুলোও।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়