ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অস্ট্রেলিয়ায় ‘ইন্ডিয়ান চলচ্চিত্র উৎসবে’ বাংলাদেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ৫ আগস্ট ২০২৫  
অস্ট্রেলিয়ায় ‘ইন্ডিয়ান চলচ্চিত্র উৎসবে’ বাংলাদেশ

বাংলাদেশি দুই চলচ্চিত্র অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন ২০২৫’-এ জায়গা করে নিয়েছে। এ দুটি সিনেমা হলো—মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’ এবং নুহাশ হুমায়ূনের হরর সিরিজ ‘২ষ’। 

আগামী ১৪ আগস্ট শুরু হয়ে ২৪ আগস্ট পর্যন্ত চলবে এই উৎসব। নানা ঘরানার দক্ষিণ এশিয়ার সিনেমা নিয়ে আয়োজিত এ উৎসবে এবার বাংলাদেশও থাকছে গর্বিত অংশীদার হিসেবে। 

আরো পড়ুন:

মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’ সিনেমায় শহরের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের গল্প বলা হয়েছে, যে অসুস্থ মায়ের চিকিৎসার জন্য সংগ্রাম করে যাচ্ছে। নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। এটি তার অভিনীত প্রথম সিনেমা।  

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বলেন, “অস্ট্রেলিয়ার চলচ্চিত্র উৎসবে ‘সাবা’ প্রদর্শিত হবে—এটি আনন্দের খবর। আশা করছি, সিনেমাটি দর্শক-সমালোচকের প্রশংসা পাবে।” 

অন্যদিকে, নুহাশ হুমায়ূনের হরর সিরিজ ‘২ষ’ উৎসবের ফ্রম দ্য সাব-কন্টিনেন্ট বিভাগে প্রদর্শিত হবে। ফ্যান্টাসি, হরর ও মিস্ট্রি ঘরানার গল্পগুলো লিখেছেন নুহাশ এবং তার মা গুলতেকিন খান। 

‘২ষ’ সিনেমায় রয়েছে চারটি গল্প। ভয়ংকর ভুতুড়ে সব গল্প। মজার ছন্দে বলে যাওয়া গল্পগুলোতে আলাদা বৈচিত্র্য ফুটে ওঠে।

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়