ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শ্রীদেবীর অজানা পাঁচ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০২, ১৩ আগস্ট ২০২৫   আপডেট: ১৬:১৭, ১৩ আগস্ট ২০২৫
শ্রীদেবীর অজানা পাঁচ

শ্রীদেবী

শ্রীদেবী মানেই নস্টালজিয়া ব্যাপার। ভারতের সীমানা ছাড়িয়ে তা বাংলাদেশের দর্শকদের কাছেও তাই। ১৯৬৩ সালের ১৩ আগস্ট ভারতের তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন শ্রীদেবী।  

জানিয়ে রাখা ভালো, শ্রীদেবীর মায়ের নাম রাজেশ্বরী ইয়াংগার ও বাবার নাম আয়াপ্পাঁ ইয়াংগার। শ্রীদেবীর বাবা পেশায় ছিলেন আইনজীবী। ননদের ছেলে মোহিত মারওয়ারের বিয়েতে অংশ নিতে পরিবারসহ দুবাই গিয়ে মারা যান শ্রীদেবী। চলুন নিই, শ্রীদেবীর অজানা পাঁচ অধ্যায়—  

আরো পড়ুন:

এক. হিন্দি সিনেমার নায়িকা হিসেবে শ্রীদেবীকে প্রথম দেখা যায় ‘সোলওয়া সাওন’ সিনেমায়। কিন্তু মুক্তির পর এটি ফ্লপ করে। তার হিন্দি উচ্চারণ নিয়েও কথা ওঠেছিল। অবশ্য শুরুটা মাত্র চার বছর বয়সে, তখন থেকে ক্যামেরার সামনেই বেশি স্বাচ্ছন্দ্য শ্রীদেবী। সত্তরের দশকের মাঝামাঝি সময় পর্যন্ত শিশুশিল্পী হিসেবে পরপর সিনেমায় অভিনয় করেন।  

দুই. ১৯৮৯ সালে মুক্তি পায় শ্রীদেবী অভিনীত জনপ্রিয় সিনেমা ‘চালবাজ’। ১০৩ ডিগ্রি জ্বর নিয়ে এ সিনেমার ‘না জানে কাহা সে আয়ি হ্যায়’ গানের শুটিং করেন তিনি।  

তিন. অভিনয়ের পাশাপাশি নিজের কয়েকটি সিনেমায় প্লেব্যাক করেছেন শ্রীদেবী। ‘সাদমা’ (১৯৮৩), ‘চাঁদনি’ (১৯৮৯) ও ‘গারাজনা’ (১৯৯১) সিনেমার গানে কণ্ঠ দেন শ্রীদেবী। 

চার. আশির দশকে নায়ক মিঠুন চক্রবর্তীর সঙ্গে গভীর প্রেম ছিল শ্রীদেবীর। কথিত আছে, তারা মন্দিরে গিয়ে গোপনে বিয়েও করেছিলেন। তবে তাদের সেই সম্পর্ক শেষ পর্যন্ত টেকেনি। 

পাঁচ. হলিউডের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক স্টিভেন স্পিলবার্গের জনপ্রিয় ‘জুরাসিক পার্ক’ (১৯৯৩) সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন শ্রীদেবী। কিন্তু বলিউডের কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে ইংরেজি ভাষার সিনেমাটিতে আর অভিনয় করা হয়নি তার।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়