ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গান হলো কিন্তু সংসারটা ঠিকমতো হলো না অলকার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৩, ১৪ আগস্ট ২০২৫   আপডেট: ১২:১০, ১৪ আগস্ট ২০২৫
গান হলো কিন্তু সংসারটা ঠিকমতো হলো না অলকার

অলকা ইয়াগনিক

২৫টি আলাদা আলাদা ভাষায় সব মিলিয়ে প্রায় ২০ হাজার গান গেয়েছেন তিনি। তার সুরে মাত হয়েছে কোটি কোটি শ্রোতা। গানে গানে শ্রোতাদের মনে প্রেম ও বিরহ জাগিয়ে তুলেছেন মেলোডি শিল্পী অলকা ইয়াগনিক। তার গাওয়া অধিকাংশ গানই হিট। বোলে চুড়িয়া, টিপ টিপ বরসা পানি, এবং আগার তুম সাথ হো-এর মতো  অসংখ্য হিট গানের শিল্পী অলকা ইয়াগনিক। ক্যারিয়ারে পাওয়া এই সাফল্যের কারণেই নাকি সংসারটা হলো না তার।

১৯৮৯ সালে ব্যবসায়ী নীরাজ কাপুরকে বিয়ে করেছিলেন অলকা। পারিবারিক সূত্রেই নীরজের সঙ্গে আলাপ হয়েছিল তার। অলকা বলেছেন, “আমার স্বামী নীরাজ একজন ব্যবসায়ী। শিলং-এ ওর একটা বাড়ি ছিল। আমাদের পারিবারিক যোগাযোগ ছিল। নীরাজের মাসি আমার মায়ের সহপাঠী ছিলেন। নীরাজের বাড়িতেই আমাদের প্রথম দেখা। তার পরে আমাদের প্রেম শুরু।”

আরো পড়ুন:

সে সময় অলকা থাকতেই মুম্বাইয়ে। অন্য দিকে নীরাজ শিলং-এর বাসিন্দা। ভৌগোলিক দূরত্ব বিয়ের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে তারপরেও বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। দুই মাস প্রেমের সম্পর্ক বিয়েতে গড়ায়। এই যুগল ঠিক করেছিলেন কিছু দিন শিলং-এ থাকবেন, আবার কিছু দিন মুম্বাইয়ে থাকবেন। কিন্তু অলকা যখন ব্যাপক পরিচিতি পেতে শুরু করে তখন শুরু হয় ঝামেলা। 

অলকা বলেন, ‘‘আমার কাজ খুব ভালো ভাবে চলতে থাকে। তাই মুম্বাই ছেড়ে অন্য কোথাও যাওয়া আমার জন্য অসম্ভব হয়ে ওঠে। ফরে দুইজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। ’’

অলকা জানিয়েছেন, তিনি সংসারে মন দিতে পারছিলেন না। দুইজন আলাদা-আলাদা থাকতে হয়েছে। তবে নীরাজ তাকে ছেড়ে যাননি। সম্পর্ক টিকে আছে। কিন্তু গানে মন দিতে সংসারটা আর ঠিক মতো হয়ে ওঠেনি অলকার। 

অলকা বলেন, ‘‘আমার স্বামী একটা কথা বলে, তুমি গানের জন্য শুভ, আমার জন্য নও।’’

উল্লেখ্য, এই যে সংসারটা ঠিক মতো হলো না, এই নিয়ে আক্ষেপ রয়ে গেছে অলকার। কিন্তু ক্যারিয়ারে নিজেকে নিয়ে গেছেন অন্য রকম উচ্চতায়। ২০২২ সালে ইউটিউবে ১৫.৩ বিলিয়ন ভিউ নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েন অলকা ইয়াগনিক। 

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়