ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেব-শুভশ্রী জুটি কেন জনপ্রিয়

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪২, ১৬ আগস্ট ২০২৫   আপডেট: ০৮:৪৩, ১৬ আগস্ট ২০২৫
দেব-শুভশ্রী জুটি কেন জনপ্রিয়

শুভশ্রী, দেব

টলিউডের তুমুল জনপ্রিয় জুটি দেব-শুভশ্রী। মাত্র ছয়টি সিনেমায় একসঙ্গে অভিনয় করা এই জুটির জনপ্রিয়তার মূল কারণ কী?

‘‘এই প্রশ্নটা দর্শককে করা উচিৎ। দর্শক জুটি তৈরি করেন। তারাই ভালো বলতে পারবেন। আজকে শুভশ্রীর আলাদা একটা সংসার আছে। তার জায়গায় সে খুশি। আমিও আমার জায়গায় খুশি। তা সত্ত্বেও যে আজও দেব-শুভশ্রী জুটি সেলিব্রেশন হচ্ছে, কেন হচ্ছে- আমরা নিজেরাই জানিনা।’’—সম্প্রতি সঙ্গীত বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে দেব এসব কথা বলেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিলো, কেন দেব-শুভশ্রী জুটি এতো জনপ্রিয়। উত্তরটা দেব দর্শকের কাছে জানতে চেয়েছেন।

আরো পড়ুন:

দেব মনে করেন উত্তরটা হয়তো শুভশ্রীর কাছেও আছে।

দেব ওই সাক্ষাৎকারে আরও বলেন, ‘‘ আমার মনে হয় আমরা পঞ্চাশ বছর পরেও দর্শকের সামনে এলে এই সেলিব্রেশনটাই হতো। আমার মনে হয় শুভশ্রী ভালো করে এই উত্তরটা দিতে পারবে।’’

দেবের বিশ্বাস দর্শক এই জুটিকে শুধু ভালোবাসে না, সেলিব্রেটও করে। 

তিনি বলেন,  ‘‘এ শুধু ভালোবাসে তা নয়। তারা সেলিব্রেট করে। এটা সেলিব্রেশন।’’

উল্লেখ্য, টালিউডের এই জনপ্রিয় জুটির দীর্ঘ এক দশক পর আবারও এক ফ্রেমে পেয়ে আনন্দ প্রকাশ করেছেন দর্শক। বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’ দিয়ে পর্দায় ফিরছেন তারা। দীর্ঘ ৯ বছর ধরে মুক্তি আটকে থাকা এই সিনেমাটি মুক্তির পর থেকেই প্রশংসা পাচ্ছে।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়