ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেই রইস উদ্দিনের বাড়িতে অপু বিশ্বাস

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২০, ১৯ আগস্ট ২০২৫   আপডেট: ১৭:৪৭, ১৯ আগস্ট ২০২৫
সেই রইস উদ্দিনের বাড়িতে অপু বিশ্বাস

রইস উদ্দিনের বাড়িতে অপু বিশ্বাস

রাজধানীর উত্তরার দিয়াবাড়ির হাটে গরু বিক্রি করে প্রতারিত হয়েছিলেন বৃদ্ধ রইস উদ্দিন। গরু কিনে এক ক্রেতা তাকে জাল টাকা দিয়েছিল। পরে ঘটনা বুঝতে পেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।  

রইস উদ্দিনের সেই কান্না একসময় ছুঁয়ে গিয়েছিল পুরো দেশের মানুষের হৃদয়। খবরটি পৌঁছে যায় চিত্রনায়িকা অপু বিশ্বাসের কাছেও। মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে এ নায়িকা তার নিজ খরচে রইস উদ্দিনকে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠান। 

আরো পড়ুন:

রইস উদ্দিনের সঙ্গে অপু বিশ্বাস


ওমরাহ শেষে দেশে ফিরেছেন রইস উদ্দিন। মঙ্গলবার (১৯ আগস্ট) তার আমন্ত্রণেই গ্রামে ছুটে যান অপু বিশ্বাস। অপুর অফিসিয়াল ফেসবুক আইডি থেকে লাইভ করা হয়। এ ভিডিওতে দেখা যায়, রইস উদ্দিন নিজ বাড়ির দরজায় দাঁড়িয়ে সাদরে অভ্যর্থনা জানাচ্ছেন প্রিয় নায়িকাকে। আশপাশের মানুষজনও ছুটে আসেন অপু বিশ্বাসকে একনজর দেখতে। 

লাইভে অপু লিখেন, “রইস উদ্দিন চাচার সাথে সাক্ষাৎ।” এরপর ভক্ত-অনুরাগীদের মন্তব্যে ভরে ওঠে লাইভের কমেন্ট বক্স। কেউ লিখেছেন, “ভালোবাসার একটা মানুষ।” আবার কেউ লিখেছেন, “অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। ভালো থাকুন।” 

অপু বিশ্বাসকে ধন্যবাদ জানাতে ভক্তদের কণ্ঠও ছিল ভরপুর। একজন মন্তব্য করেন, “আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি।” আরেকজন দোয়া করে লিখেন, “মাশাল্লাহ, আল্লাহ আমাদের প্রিয় অপু বিশ্বাসের জীবনের সব অশান্তি, বিপদ এই উছিলায় দূর করুক।”

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়