ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাকিব খানকে নিয়েও ট্রল হয়: দীঘি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ২০ আগস্ট ২০২৫   আপডেট: ১৩:৫১, ২০ আগস্ট ২০২৫
শাকিব খানকে নিয়েও ট্রল হয়: দীঘি

প্রার্থনা ফারদিন দীঘি

শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় অভিষেক হয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। ছোট্ট বয়সে একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নেন। এখনো দর্শকদের চোখে ভাসে সেই শিশুশিল্পী দীঘির প্রাণবন্ত অভিনয় আর কানে বাজে তার মিষ্টি সংলাপ। 

দীর্ঘ বিরতির পর নায়িকা হিসেবে চলচ্চিত্রে ফিরেছেন দীঘি। তবে নায়িকা দীঘির পথচলা মোটেও সহজ ছিল না। বিভিন্ন সময়ে তাকে ঘিরে তৈরি হয়েছে নানা গসিপ; হয়েছেন ট্রলের শিকারও। শুরুতে এসব তাকে ভীষণ কষ্ট দিত বলে জানিয়েছেন এই অভিনেত্রী। 

আরো পড়ুন:

দীঘি বলেন, “একটা সময় খুব মন খারাপ থাকত। ভেঙে পড়তাম। ভাবতাম, কেন ট্রল হচ্ছে—আমি তো ট্রল হওয়ার মতো কিছু করিনি। পরে দেখলাম শাকিব খানকে নিয়েও ট্রল হয়, জয়া আহসানকে নিয়েও হয়। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, এমনকি আমার প্রিয় রণবীরকে নিয়েও ট্রল হয়। তখন বুঝলাম, কিছু মানুষের স্বভাবই হলো অন্যকে ট্রল করা। যারা ট্রল করে, তারা আসলে হতাশাগ্রস্ত ও অসফল মানুষ; সফলদের দেখে তাদের ঈর্ষা হয়। সেই ঈর্ষা থেকেই তারা ট্রল করে।” 

ট্রলিং নিয়ে ভাবা কেবলই নিজের ক্ষতি। দীঘির মতে—“একজন মানুষকে সবাই ভালোবাসবে—এটা কখনোই সম্ভব নয়। যদি এসব আমি নেগেটিভভাবে নিই, তাহলে হতাশ হয়ে পড়ব, কাজে মনোযোগ দিতে পারব না। তাই এদের প্রাধান্য দেওয়াটা বোকামি।” 

সম্প্রতি যুক্তরাষ্ট্রে কয়েকটি শো শেষ করে দেশে ফিরেছেন দীঘি।

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়