ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমি বিয়েতে রাজি ছিলাম না: মুনমুন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ২০ আগস্ট ২০২৫  
আমি বিয়েতে রাজি ছিলাম না: মুনমুন

মুনমুন, জামিল

চলতি বছরে চার হাত এক হয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন ও অভিনেত্রী মুনমুন আহমেদ মুনের। একসঙ্গে নাটকে কাজ করতে গিয়েই তাদের পরিচয় ও পরবর্তীতে সম্পর্কে জড়ান। গত ৬ এপ্রিল উত্তরায় দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।  

তবে শুরুতে এই বিয়েতে রাজি ছিলেন না মুনমুন। সম্প্রতি এক সাক্ষাৎকারে মুনমুন বলেন, “আম্মু আগে বলত যে, নোয়াখালী-বরিশালের ছেলেদের কাছে আমাকে বিয়ে দেবে না। আমার তিন ভাই আছে, তাদের কাউকেও দেবে না। আমি তো এ বিয়েতে রাজি ছিলাম না। পরে আব্বু-আম্মু সবাই রাজি করিয়েছে।”

আরো পড়ুন:

ভুল ভেঙেছে মুনমুনের। তা ব্যাখ্যা করে এই অভিনেত্রী বলেন, “সব জায়গাতেই ভালো-মন্দ মানুষ থাকে। জামিল ভালো ছেলে। যদিও তার জন্ম সিলেটে, পৈতৃক নিবাস নোয়াখালী। এখন বুঝি, আসলেই ভালো মানুষ সে।”

দোয়া চেয়ে মুনমুন বলেন, “খুব শিগগির আমাদের নতুন একটি কাজ আসছে। ইতোমধ্যে আরটিভিতে দেখানো হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”  

‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’ এর ৬ষ্ঠ সিজনে অংশ নিয়ে আলোচনায় আসেন জামিল। এ প্রতিযোগিতার আসর থেকে বেরিয়ে ছোট পর্দায় অভিনয় শুরু করেন। তারপর অসংখ্য নাটক উপহার দিয়েছেন, পেয়েছেন দর্শকদের ভালোবাসা। 

ঢাকায়ই বেড়ে উঠেছেন মুনমুন, পড়াশোনা করেছেন ইস্টার্ন ইউনিভার্সিটিতে (বিবিএ), পরে উচ্চশিক্ষার জন্য যান মালয়েশিয়ার মাহশা ইউনিভার্সিটিতে। প্রথমে বিজ্ঞাপনে মডেল হিসেবে পরিচিতি পান, কাজ করেছেন ১৫টিরও বেশি বিজ্ঞাপনে। পরবর্তীতে নাটকে অভিনয় করে দ্রুত দর্শকদের মন জয় করেন। 

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়