ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘চোখের জল ফেলার একটি দৃশ্যের জন্য ২৮টি শট দিয়েছিলাম’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫১, ২৪ আগস্ট ২০২৫   আপডেট: ১২:০১, ২৪ আগস্ট ২০২৫
‘চোখের জল ফেলার একটি দৃশ্যের জন্য ২৮টি শট দিয়েছিলাম’

‘পরিণীতা’ সিনেমার দৃশ্যে বিদ্যা বালান

‘পরিণীতা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে অভিনেত্রী বিদ্যা বালানের। গত ১০ জুন এ সিনেমার দুই দশক পূর্ণ হয়েছে। একই সঙ্গে বলিউডেও বিদ্যা বালানের ২০ বছর। এ উপলক্ষে পুনরায় মুক্তি পেতে যাচ্ছে ‘পরিণীতা’ সিনেমা। প্রদীপ সরকার নির্মিত সিনেমাটি আগামী ২৯ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 

এ উপলক্ষে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-কে সাক্ষাৎকার দিয়েছেন বিদ্যা বালান। এ আলাপচারিতায় স্মৃতির ঝাঁপি খুলে বসেন ৪৬ বছরের বিদ্যা বালান। সিনেমাটির পরিচালক প্রদীপ সরকারকে নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।

আরো পড়ুন:

‘পরিণীতা’ সিনেমার শুটিংয়ের সময়ে বিদ্যা বালানের কাছ থেকে তার সেরাটা বের করে নেন প্রদীপ সরকার। তা স্মরণ করে বিদ্যা বালান বলেন, “আমার অভিনয় জীবনের প্রথম গুরু ছিলেন দাদা। খুব ছোট ছোট বিষয়কেও সমান গুরুত্ব দিতেন তিনি। শুধু অভিনয় নয়, যেকোনো ছোট বিষয়, সেটা ঠিক সময়ে পায়রা উড়ে যাওয়া হোক বা জানালার বাইরে পাতা ঝরার নিখুঁত দৃশ্য—প্রয়োজনে একশবার শট নিতেন। তার বিশ্বাস ছিল, প্রতিটি মুহূর্তের নিজস্ব ছন্দ আছে।” 

চোখের জল ফেলার একটি দৃশ্যের ২৮টি শট নিয়েছিলেন প্রদীপ সরকার। সেই স্মৃতিচারণ করে বিদ্যা বালান বলেন, “গানের সঙ্গে মিলিয়ে চোখের জল ফেলার একটি দৃশ্যের জন্য ২৮টি শট দিয়েছিলাম। তিনি এমনই নিখুঁত চাইতেন। কীভাবে পর্যবেক্ষণ করতে হয়, কীভাবে আত্মস্থ করতে হয় এবং কীভাবে প্রতিটি খুঁটিনাটি বিষয়কে শ্রদ্ধা করতে হয়, তা তিনি আমাকে শিখিয়েছেন। গত ২০ বছর ধরে আমার সঙ্গে রয়েছেন আমার হেয়ার স্টাইলিস্ট শালাকা, তিনিও দাদার কাছ থেকে ভারসাম্য ও সূক্ষ্মতার গুরুত্ব শিখেছেন। এটা ছিল আমাদের সবার জন্য তার এক অনন্য উপহার।” 

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পরিণীতা’ উপন্যাস অবলম্বনে প্রদীপ সরকার একই নামে সিনেমাটি নির্মাণ করেন। এতে ললিতা চরিত্র রূপায়ন করেন এই অভিনেত্রী। তাছাড়াও অভিনয় করেন সঞ্জয় দত্ত, সাইফ আলী খান, রাইমা সেন, দিয়া মির্জা প্রমুখ। সিনেমাটির একটি গানে দেখা যায় বরেণ্য অভিনেত্রী রেখাকে।  

বাঙালি পরিচালক প্রদীপ সরকার ২০২৩ সালের ২৪ মার্চ মারা যান। দীর্ঘ দিন অসুস্থ থাকার পর মৃত্যুর কাছে হার মানেন এই পরিচালক। ৬৭ বছরের জীবনে প্রদীপ সরকার বেশ কিছু আলোচিত সিনেমা উপহার দেন। ‘পরিণীতা’ ছাড়াও এ তালিকায় রয়েছে—‘মার্দানি’, ‘হেলিকপ্টার ইলা’ প্রভৃতি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়