ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘মিস স্টার ইউনিভার্স’ বিজয়ী অনন্যা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৯, ২৬ আগস্ট ২০২৫   আপডেট: ১৮:৩১, ২৬ আগস্ট ২০২৫
‘মিস স্টার ইউনিভার্স’ বিজয়ী অনন্যা

মালয়েশিয়ায় ‘মিস স্টার ইউনিভার্স’ মুকুট জয় করে দেশে ফিরলেন বাংলাদেশি মডেল অনন্যা আফরিন। সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্বের নয়টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। 

দেশে ফেরার পর অনন্যা আফরিনকে সংবর্ধনা জানাতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশের সিনেমা ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি কাজী হায়াত, প্রযোজক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সামসুল আলম, শিল্পী সমিতির সহসভাপতি ডিএ তায়েব, অভিনেতা শাওন আশ্রাফ, ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন, অনন্যার মা নাছিরাসহ অনেকে। 

আরো পড়ুন:

অনন্যা আফরিন


অনন্যা আফরিন বলেন, “এই সাফল্যের জন্য আমি সৃষ্টিকর্তা, আমার মা ও আমার শিক্ষক পিয়াল ভাইকে ধন্যবাদ জানাই। মিস স্টার ইউনিভার্স প্রতিযোগিতায় দেশের পতাকা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে পেরে আমি গর্বিত। এই অর্জন শুধু আমার নয়, সারা বাংলাদেশের। দোয়া করবেন, যেন ভবিষ্যতেও দেশের নাম আরো উজ্জ্বল করতে পারি।” 

অনুষ্ঠানে বক্তারা অনন্যা আফরিনের এই আন্তর্জাতিক অর্জনকে বাংলাদেশের জন্য এক গৌরবময় সাফল্য হিসেবে উল্লেখ করেন এবং তার আগামীর পথচলার জন্য শুভকামনা জানান।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়