প্রত্যেক মানুষের জীবনে প্রেম থাকা জরুরি: মন্দিরা
মন্দিরা চক্রবর্তী
মডেল-অভিনেত্রী-নৃত্যশিল্পী মন্দিরা চক্রবর্তী। আরিফিন শুভর সঙ্গে ‘নীলচক্র’ সিনেমায় জুটি বেঁধে মন্দিরা এখন পুরোদস্তুর চিত্রনায়িকা। ‘নীলচক্র’ মুক্তির পর নতুন কাজ শুরু করেননি। তবে কথাবার্তা চলছে।
মন্দিরা তার ক্যারিয়ারে দুটো সিনেমায় অভিনয় করেছেন। এগুলো হলো—‘কাজলরেখা’, ‘নীলচক্র’। এ দুটো সিনেমায় শরিফুল রাজ ও আরিফিন শুভর সঙ্গে রোমান্টিক চরিত্রে দেখা গেছে এই অভিনেত্রীকে। বাস্তব জীবনেও চুটিয়ে প্রেম করছেন মন্দিরা?
একটি সাক্ষাৎকারে মন্দিরার কাছে এই ফ্রশ্ন রাখা হয়। জবাবে এই অভিনেত্রী বলেন, “পৃথিবীতে কোনো মানুষ কী আছে, যার মধ্যে প্রেম নেই। মানুষকে বাঁচতে হলে তার মধ্যে প্রেম থাকা লাগবেই লাগবে। জীবনে এগিয়ে যেতে হলে, ভালো থাকতে হলে প্রেমেও থাকতে হবে। আমি মনে করি, মানুষের জীবনের সঙ্গে প্রেমও হাত ধরাধরি করে চলে। তাই প্রত্যেক মানুষের জীবনে প্রেম থাকা জরুরি।”
তবে খুব শিগগির বিয়ের পরিকল্পনাও আছে? জবাবে মন্দিরা চক্রবর্তী বলেন, “না না, শিগগিরই বিয়ের পরিকল্পনা নেই। পরিবার থেকেও বিয়ের কোনো চাপ নেই। আপাতত আমার সব মনোযোগ কাজে। কাজ ছাড়া আপাতত অন্য কিছুই ভাবছি না।”
২০১২ সালে টিভি রিয়েলিটি শো ‘সেরা নাচিয়ে’-তে অংশ নিয়ে রানার-আপ নির্বাচিত হন মন্দিরা। শোবিজ অঙ্গনে এটি তার পথচলার সূচনা। এরপর বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাটকে অভিনয় শুরু করেন। তবে ছোটবেলা থেকেই নাচে প্রশিক্ষণ নেন। কত্থক নাচে তার ঢের দখল রয়েছে।
মন্দিরা অভিনীত প্রথম টিভি নাটক ‘প্রতিযোগিতা’। এটি পরিচালনা করেন ওয়াহিদ আনাম। এরপর বিভিন্ন পরিচালকের নির্দেশনায় ছোট পর্দায় কাজ করেছেন। মোশাররফ করিম, তাহসান, আফরান নিশোর মতো তারকাদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন।
ছোট পর্দায় কাজ করলেও মন্দিরার সিনেমার বাইরে আপাতত তেমন ভাবনা নেই। তার মতে—“এখন সব আলাপই সিনেমাকেন্দ্রিক হয়। ওটিটিতে যদি তেমন গল্প পাই, নির্মাতা ও টিম তেমন ভালো পাই, তাহলে সেটি নিয়ে ভাবতে অসুবিধা কী।”
ঢাকা/শান্ত