ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রেমের গুঞ্জন উসকে দিলেন পরীমনি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ৩০ আগস্ট ২০২৫   আপডেট: ১৩:০১, ৩০ আগস্ট ২০২৫
প্রেমের গুঞ্জন উসকে দিলেন পরীমনি

পরীমনি

২৯  আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে রহস্যময় এক পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। এরপর থেকে নেটিজেনদের প্রশ্ন, তবে কি আবার প্রেমে পড়েছেন পরীমনি?

প্রেম, বিয়ে, বিতর্ক, মামলাসহ নানা কারণে সব সময় আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরীমনি।  সর্বশেষ শোবিজ অঙ্গনে পরীমনি ও তরুণ গায়ক শেখ সাদীর প্রেম ভাঙার গুঞ্জন শোনা গিয়েছিলো। কিন্তু ১০ আগস্ট ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে পরীমনির ছেলে পুণ্যর জন্মদিনের আয়োজনে গায়ক সাদীর সঙ্গে পরীমনিকে নাচতে দেখা গেছে। যদিও তারা প্রেমে আছেন কিনা তা কেউই বলেননি।  

২৯ আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে সানগ্লাস পরিহিত একটি স্থিরচিত্র পোস্ট করে পরীমনি লেখেন, ‘‘এই সানগ্লাস আমার নয় কিন্তু সে আমার। সবাইকে জানাই শুভ শুক্রবার।’’

পরীমনির ওই পোস্ট-এর কমেন্টের ঘরে অনেকেই জানতে চেয়েছেন, ‘‘কে সে?’’ কেউ লিখেছেন, ‘‘সাদী আউট, নিউ ইন।’’ তবে যিনি যা–ই বলুন, পরিষ্কার কোনো উত্তর দেননি পরীমনি।

উল্লেখ্য, প্রেমের সম্পর্কে জড়ালে  সেই সম্পর্ক নিয়ে খুব বেশি দিন নিরব থাকেন না পরীমনি। চলতি বছরের শুরুর দিকে কয়েক মাস ধরে তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক  ছিল ওপেন সিক্রেট। 

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়