ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভিনেত্রীকে অশালীন স্পর্শ, ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার ঘোষণা, অভিনেতার ক্ষমা প্রার্থনা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ৩১ আগস্ট ২০২৫   আপডেট: ১২:২৯, ৩১ আগস্ট ২০২৫
অভিনেত্রীকে অশালীন স্পর্শ, ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার ঘোষণা, অভিনেতার ক্ষমা প্রার্থনা

ভাইরাল ভিডিওতে এমন দৃশ্য দেখা যায় (বাঁয়ে)

ভোজপুরি তারকা অভিনেতা পবন সিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে তার সহ-অভিনেত্রী অঞ্জলি রাঘবকে একটি অনুষ্ঠানে অশালীনভাবে স্পর্শ করতে দেখা যায়। ঘটনাটি লখনৌতে ঘটেছে। এ ভিডিও ভাইরাল হওয়ার পর, অঞ্জলি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা দেন। তাতে ভোজপুরি ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার ঘোষণা দেন এই অভিনেত্রী। 

ভিডিও বার্তায় অঞ্জলি রাঘব বলেন, “অনুষ্ঠানে প্রথমবার পবন সিং যখন আমাকে স্পর্শ করেন, তখন ভেবেছিলাম—ব্লাউজে কোনো কিছু হয়তো লাগানো ছিল, যা আমি বা আমার টিম খেয়াল করেননি। কিন্তু তিনি যখন দ্বিতীয়বার স্পর্শ করেন, তখন হেসে বিষয়টি এড়িয়ে যাই। পরে আমি আমার টিমকে জিজ্ঞাসা করি, ব্লাউজে কিছু ছিল কি না? তারা জানান, ব্লাউজে কিছু ছিল না।” 

আরো পড়ুন:

পরের ঘটনা বর্ণনা করে অঞ্জলি বলেন, “টিমের বক্তব্য জানার পর আমার খুব খারাপ লেগেছিল, রাগও হয়েছিল আর কাঁদতেও ইচ্ছা করছিল। কিন্তু বুঝতে পারছিলাম না কী করব? কারণ পুরো ভেন্যুতে ছিল তার ভক্তরা। তারা সবাই তাকে ভগবান বলছিল আর নিজেকে ভক্ত বলেই তার পায়ে পড়ে যাচ্ছিল। আমি ভাবছিলাম যদি কিছু বলি, তাহলে কেউ আমাকে সমর্থন করবে?” 

ভোজপুরি ইন্ডাস্ট্রিতে কাজ না করার ঘোষণা দিয়ে অঞ্জলি বলেন, “এই ঘটনার পর আমি শিক্ষা পেয়েছি যে, এখন থেকে আমি আর ভোজপুরি ইন্ডাস্ট্রিতে কাজ করব না।” 

অঞ্জলির এই বার্তা অভিনেতা পবন সিংয়ের কাছে পৌঁছেছে। পবন সিং ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়ে অঞ্জলির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। পবন সিং বলেন, “অঞ্জলিজি, ব্যস্ত শিডিউলের কারণে আমি আপনার লাইভ দেখতে পারিনি। আমি যখন বিষয়টি জানতে পারলাম, তখন খুব খারাপ লেগেছে। আপনার প্রতি আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। কারণ আমরা সবাই শিল্পী। তবু যদি আমার কোনো আচরণে আপনি কষ্ট পেয়ে থাকেন, তবে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।” 

পবন সিংয়ের ক্ষমা প্রাথনার বার্তাও পেয়েছেন অভিনেত্রী অঞ্জলি। প্রতিক্রিয়া ব্যক্ত করে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন তিনি। তাতে অঞ্জলি বলেন, “পবন সিংজি তার ভুল স্বীকার করেছেন। তিনি আমার চেয়ে বয়সে বড় এবং একজন সিনিয়র শিল্পী। আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আমি এই বিষয়টি নিয়ে আর এগোতে চাই না। জয় শ্রীরাম।”

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়