ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফেরদৌস-শাবনূরকে ছাড়াই ফিরছে ‘বিয়াইন সাব’, থাকছেন অমি-আঁচল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৭, ১ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৭:২০, ১ সেপ্টেম্বর ২০২৫
ফেরদৌস-শাবনূরকে ছাড়াই ফিরছে ‘বিয়াইন সাব’, থাকছেন অমি-আঁচল

বাংলা চলচ্চিত্রের দর্শক-শ্রোতাদের মনে এখনো গেঁথে আছে জনপ্রিয় গান—‘আসসালামালাইকুম বিয়াইন সাব’। ২০০২ সালে মুক্তি পাওয়া ‘প্রেমের জ্বালা’ সিনেমার এই গানে কণ্ঠ দিয়েছিলেন খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা ও সুরে গানটি সেই সময় সিনেমার পর্দায় ফেরদৌস-শাবনূর জুটিকে প্রাণবন্ত করে তুলেছিল।

২৩ বছর পর আবারও ফিরে আসছে গানটি নতুন রূপে, ‘আসসালামালাইকুম বিয়াইন সাব ২.০’ শিরোনামে। এবার পুরোনো গানটির কেবল প্রথম দুই লাইন রাখা হয়েছে ব্রিজ হিসেবে, বাকি অংশ সাজানো হয়েছে একেবারেই নতুন কথা ও সুরে। 

আরো পড়ুন:

নতুন সংস্করণে কণ্ঠ দিয়েছেন সৈয়দ অমি ও কনা। গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ, সুর করেছেন সৈয়দ অমি আর সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ। 

গানের ভিডিওতে রয়েছে বাড়তি চমক। ফেরদৌস-শাবনূরের বদলে এবার মডেল হয়েছেন গায়ক অমি এবং তার স্ত্রী, চিত্রনায়িকা আঁচল আঁখি। এর আগে ‘মাতাল’, ‘দুই চাক্কার সাইকেল’ ও ‘পরি পাইছি রে’সহ বেশ কিছু গানে একসঙ্গে দেখা গেছে এই জুটিকে। 

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) বিশাল সেটে গানটির শুটিং সম্পন্ন হয়েছে। শুটিং শেষে ফেসবুকে ছবি শেয়ার করে অমি লিখেছেন, “সফলভাবে ভিডিও ধারণ শেষ হয়েছে, শিগগিরই গানটি মুক্তি পাবে।” 

সবশেষ খবর অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘আসসালামালাইকুম বিয়াইন সাব ২.০’।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়