ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমি স্ট্যাটাস দেই আর গালি শুনি: জয়

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ২ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১২:১০, ২ সেপ্টেম্বর ২০২৫
আমি স্ট্যাটাস দেই আর গালি শুনি: জয়

জয়

আলোচিত অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। তার এই পরিচয় এখন খানিকটা আড়ালেই পড়ে গেছে। কারণ বিতর্কিত সঞ্চালক হিসেবে লাইমলাইটে থাকেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভীষণ সরব জয়। এই মাধ্যমে সমকালীন নানা বিষয় নিয়ে নিজের মত প্রকাশ করতে দেখা যায় তাকে। 

জয়ের ফেসবুক স্ট্যাটাস নিয়ে প্রতিনিয়ত সমালোচনা হয়ে থাকে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তার ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেতা। এ নিয়েও চলছে সমালোচনা।  

আরো পড়ুন:

শাহরিয়ার নাজিম জয় লেখেন, “যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম, স্ট্যাটাস দিতাম না। আশেপাশে এমন অনেক আছে। অথচ আমি স্ট্যাটাস দেই আর গালি শুনি। অনেকে ভয়ও দেখায়। যারা চুপ তাদের অপরাধ কেউ মনেও করে না, তাদের কেউ গালিও দেয় না।” 

জয়ের ভাবনার সঙ্গে সহমত পোষণ করে অনেকে মন্তব্য করেছেন। আবার অনেকে জয়কে আক্রমণ করেও ‘নোংরা’ ভাষায় মন্তব্য করেছেন। কেউ কেউ পাল্টা যুক্তি কিংবা পরামর্শ দিয়েছেন। একজন প্রশ্ন ছুড়ে দিয়ে লেখেন, “আচ্ছা ভাইয়া, আপনাকে মানুষ কেন গালি দেয়?” নোমান খান লেখেন, “সত্যের পক্ষে থাকুন মানুষ ভালোবাসবেই। তবে আওয়ামী লীগ থেকে দূরে থাকুন।” 

আব্দুল্লাহ নামে একজন পরামর্শ দিয়ে লেখেন, “এত কথা আর খাতিরের দরকার কি, চুপ থাকেন কয়দিন, দিন ফিরবে ইনশাআল্লাহ।” আরেকজন লেখেন, “ঠিক বলেছেন ভাই। আপনার মতো সৎ সাহস সাবার নেই।” এমন অনেক মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়