ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন ছবিতে রোকেয়া প্রাচী

পাভেল রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ১৮ আগস্ট ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নতুন ছবিতে রোকেয়া প্রাচী

অভিনয় শিল্পী রোকেয়া প্রাচী

বিনোদন ডেস্ক : জীবন ঘণিষ্ঠ চলচ্চিত্রের অভিনেত্রী হিসেবে বেশ প্রশংসা কুড়িয়েছেন রোকেয়া প্রাচী। মোরশেদুল ইসলাম পরিচালিত দুখাই চলচ্চিত্রের মাধ্যমে শুরু হয়েছিলো এ অভিযাত্রা। এরপর মাটির ময়না, অন্তর্যাত্রা’সহ অনেকগুলো ছবিতে অভিনয় করে নিজেকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন।


সম্প্রতি নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন এ অভিনেত্রী। হাসিবুল রেজা কল্লোল পরিচালিত `সত্তা` ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। আগামী ১০ সেপ্টেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবে। এর আগে একই নির্মাতার `অন্ধ নিরাঙ্গম’` ছবিতে অভিনয় করেছিলেন তিনি।


`সত্তা` ছবিটিতে আরো অভিনয় করছেন শাকিব খান, পাওলি দাম, আহমেদ রুবেল প্রমুখ। ছবিটিরর সঙ্গীত পরিচালনা করছেন বাপ্পা মজুমদার।


রাইজিংবিডি/ ঢাকা/ ১৮ আগস্ট ২০১৪/ পাভেল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়