ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তনুশ্রীর প্রশ্ন ‘আপনারা কী পরীমনির জন্য প্রস্তুত?’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫০, ৯ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ০৯:১৫, ৯ সেপ্টেম্বর ২০২৫
তনুশ্রীর প্রশ্ন ‘আপনারা কী পরীমনির জন্য প্রস্তুত?’

পরীমনি সিনেমার পোস্টার

আলো-আঁধারিতে ঘেরা একটি পোস্টার, তাতে লেখা ‘পরীমনি’। পোস্টারে দেখা যাচ্ছে একটি শিশু পেছন ফিরে দাঁড়িয়ে আছে।  এই পোস্টার ঘিরে শুরু হয়েছে আলোচনা।

পোস্টারটি মূলত টলিউডের একটি সিনেমার। ‘পরীমনি’ সিনেমার পোস্টারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী লিখেছেন, ‘আপনারা কি পরীমনির জন্য তৈরি?’। তার এই পোস্টের পরই মন্তব্যের ঘরে অনেকে জানতে চান, ‘‘এটা কি ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনির বায়োপিক?’’

তনুশ্রী চক্রবর্তী

আদতে তা নয়। এই সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ চক্রবর্তী ও সৌভিক দে। অতিপ্রাকৃতিক গল্পের আবহে সমাজের অন্তর্নিহিত কিছু বাস্তবতা তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। সিনেমার কেন্দ্রীয় চরিত্রের নাম ‘পরি’। যে একজন কিশোরী।

এর আগের সংবাদ প্রতিদিনকে সিনেমাটি নিয়ে পরিচালক সৌভিক দে বলেন, ‘প্রথমে পরীমনি ছিল শুধুই একটি হরর কনসেপ্ট। পরে কাজ করতে করতে বুঝলাম, এটি শুধু ভয় নয়; বরং সমাজেরই প্রতিচ্ছবি। আমাদের দৈনন্দিন জীবনের নিচে অনেক সময় এমন সব ভয় লুকিয়ে থাকে, অনেক সময় আমরা বুঝতেও পারি না। আমরা চাই এই সিনেমার মাধ্যমে সেই অতিপ্রাকৃতিক আবরণ ভেদ করে সমাজের সত্যগুলো তুলে ধরতে।’

তনুশ্রী চক্রবর্তী সিনেমাটিতে ‘পরি’র মায়ের চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া রয়েছেন রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্য, প্রজ্ঞা গোস্বামীসহ একঝাঁক শিল্পী। সিনেমাটি চলতি বছরের দেওয়ালি উৎসবে মুক্তি পাবে।

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়