ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চার বছর পর আসছে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪২, ৯ সেপ্টেম্বর ২০২৫  
চার বছর পর আসছে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’

আদর আজাদ, নিশাত নাওয়ার সালওয়া

চার বছর ধরে অপেক্ষায় থাকা দর্শক অবশেষে দেখতে পাবেন মোস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সিনেমা। আগামী ২৬ সেপ্টেম্বর দুর্গাপূজা উপলক্ষে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার পোস্টার শেয়ার করে মুক্তির তারিখ নিশ্চিত করেন নির্মাতা মানিক। তিনি জানান, “২৬ সেপ্টেম্বর মুক্তির ব্যাপারে প্রযোজক সমিতির অনুমোদন নিয়েছি। হল মালিকদের সঙ্গেও কথা হয়েছে। খুব শিগগিরই হল বুকিং শুরু হবে। দর্শক যেমন গল্পনির্ভর সিনেমা দেখতে চান, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সেই প্রত্যাশা পূরণ করবে।”

পরিচালকের বিশ্বাস, সিনেমাটির শিল্পীরা নিজেদের সর্বোচ্চ দিয়েছেন এবং তাদের অভিনয় দর্শকের মন জয় করবে। সিনেমাটির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সুদীপ্ত সাঈদ খান।

সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আদর আজাদ ও নিশাত নাওয়ার সালওয়া। তবে মুক্তির তারিখ ঘোষণার পরও এখনো তাদের প্রচারণায় দেখা যায়নি। এ ছাড়া সিনেমায় অভিনয় করেছেন আলীরাজ, মারুফ আকিব, রেবেকা, চিকন আলীসহ অনেকে।

দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ দর্শকদের জন্য আনন্দদায়ক অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আশাবাদী নির্মাতা।

ঢাকা/রাহাত/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়