ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঘরে বসেই ‘হোম থিয়েটার’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৮, ২০ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৫:২৮, ২০ সেপ্টেম্বর ২০২৫
ঘরে বসেই ‘হোম থিয়েটার’

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, মিউজিক্যাল ফিল্ম ও ডকুফিল্ম প্রদর্শনের নতুন প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করল ‘হোম থিয়েটার’। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দেশীয় এই ওটিটি প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এদিন উদ্বোধনী প্রদর্শনীতে মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নারী তুমি আওয়াজ তোলো’।

নারীর প্রতি অসামাজিক আচরণ, অবিচার ও বৈষম্যের বাস্তবতা ফুটিয়ে তোলা হয়েছে চলচ্চিত্রটিতে। নির্মাতা আবু রায়হান জুয়েল জানান, নারীর কণ্ঠস্বরকে শক্তিশালী করে তোলা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এই চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে।

এতে অভিনয় করেছেন সমু চৌধুরী, সাদিয়া আফরিন মাহি, প্রহেলিকা খান, আফরোজা শশী ও রাখি চৌধুরী প্রমুখ।

হোম থিয়েটারের ব্যবস্থাপনা পরিচালক আবু রায়হান জুয়েল বলেন, “সামাজিক অঙ্গীকারকে মূল ভিত্তি ধরে আমরা এমন গল্প বলতে চাই, যা সচেতনতা তৈরি করবে এবং ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেবে। তারই অংশ হিসেবে ‘নারী তুমি আওয়াজ তোলো’ প্রকাশ্যে আনা হলো।”

চেয়ারম্যান তৌহিদ শুভ জানান, “হোম থিয়েটার কেবল একটি প্ল্যাটফর্ম নয়—এটি একটি আন্দোলন। এখানে চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি সমাজে ইতিবাচক বার্তা ছড়ানোই মূল লক্ষ্য। আপাতত সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট প্রকাশ হবে, পরবর্তীতে অ্যাপেও পাওয়া যাবে। বর্তমানে অ্যাপ নির্মাণাধীন।”

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ডিরেক্টরস গিল্ডের সভাপতি ও অভিনেতা শহীদুজ্জামান সেলিম, অভিনয় শিল্পী সংঘের সভাপতি নাট্যকর্মী আজাদ আবুল কালাম, পরিচালক চয়নিকা চৌধুরী, সকাল আহমেদ, অভিনেতা ইমতিয়াজ বর্ষণ, অভিনেত্রী প্রসুন আজাদসহ অনেকে।

ঢাকা/রাহাত/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়