ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রেক্ষাগৃহে আসছে ‘উদীয়মান সূর্য’

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৬, ২০ সেপ্টেম্বর ২০২৫  
প্রেক্ষাগৃহে আসছে ‘উদীয়মান সূর্য’

ছবি: প্রতীকী

চলচ্চিত্র নির্মাতা এস. এম. শফিউল আযম নির্মাণ করেছেন মৌলিক গল্প ও গানের সিনেমা ‘উদীয়মান সূর্য’। আসছে ২৬ সেপ্টেম্বর সিনেমাটি সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাদমান সামীর ও কান্তা নুর।

সিনেমা প্রসঙ্গে নির্মাতা শফিউল আযম বলেন, “এই সিনেমায় দেশপ্রেমের কথা বলা হয়েছে এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর চেষ্টা করা হয়েছে। ‘মুসলিম-হিন্দু যাই বলা হোক না কেন, আমরা সবাই মানুষ। আমাদের পরিচয় আমরা বাঙালি।’—এই শ্লোগানকে সামনে রেখে সিনেমাটি নির্মাণ করেছি। সাম্প্রদায়িকতা ভুলে সবাইকে এক প্ল্যাটফর্মে আনার প্রয়াস আছে। প্রেম, ভালোবাসা, অ্যাকশন, গান—সব মিলিয়ে দর্শকদের ভালো লাগবে আশা করছি।”

তিনি আরও যোগ করেন, “দেশের প্রতি আমার সবসময়ই আলাদা একটা মমত্ববোধ কাজ করে। দর্শকের প্রত্যাশা পূরণ হলেই নিজেকে স্বার্থক মনে করব।”

লিনেট ফিল্মস প্রযোজিত এ সিনেমার কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এস. এম. শফিউল আযম নিজেই। সাদমান সামীর ও কান্তা নুর ছাড়াও অভিনয় করেছেন—শিশির আহমেদ, তামান্না জুলি, ওবিদ রেহান, সাজ্জাদ সাজু, আনোয়ার সিরাজী, গুলশান আরা পপি, এবিএম সোহেল রশীদ, বিল্লু, আমিরুল ইসলাম, আসলাম আলী, ডা. শিউলী জামান, আমিরুল, আজম খান, শাহেলা আক্তার, সাদিয়া আফরিন, আহমেদ সাজু, এনায়েত রাজীব, বাবলু রাজা, নাজিরুল, মিষ্টি হাসান, আব্দুল আজিজ, পিনটু আকনজী, বিপুল, তৌফিক ডলার প্রমুখ। 

ঢাকা/রাহাত/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়