ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘খারাপ লাগে সেইসব মানুষের জন্য, যারা বাজে মন্তব্য পৃথিবীতে রেখে যাচ্ছেন’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ১৭ অক্টোবর ২০২৫   আপডেট: ১৫:১৬, ১৭ অক্টোবর ২০২৫
‘খারাপ লাগে সেইসব মানুষের জন্য, যারা বাজে মন্তব্য পৃথিবীতে রেখে যাচ্ছেন’

জয়া আহসান

অভিনেত্রী জয়া আহসানের বৃহস্পতি তুঙ্গে তা নিয়ে মোটেও সন্দেহ নেই। এপার-ওপার বাংলা একাধারে দাপিয়ে বেড়াচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। কিন্তু তার এই অবস্থান সহজে ধরা দেয়নি।

কয়েক দিন আগে একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হন জয়া আহসান। এ আলাপচারিতায় ‘গেরিলা’খ্যাত এই তারকা বলেন, “নিজের কাছে নিজেকেই পরীক্ষা দিতে দিতে এগিয়ে যেতে হয়। তাহলেই সাফল্য আসে। অভিনয়ের প্রথম দিকে ক্যামেরার অ্যাঙ্গেলও চিনতাম না। গুণী নির্মাতাদের সান্নিধ্য ও পরিশ্রমের ফলেই আজকের অবস্থান।” 

আরো পড়ুন:

অতীত ভুলেন না জয়া আহসান। ব্যাখ্যা করে এই অভিনেত্রী বলেন, “আমি পুরোনোতে বাঁচি। পুরোনো শুধু অতীত নয়, বর্তমান আর ভবিষ্যতের সেতুবন্ধ।”  

জয়ার বাসায় এখনো সংরক্ষিত রয়েছে প্রায় ২০০ বছর পুরোনো একটি আলমারি। এমনকি যে খাটে তার জন্ম, সেটিও এখনো রয়ে গেছে বলেও জানান জয়া। 

সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সরব জয়া আহসান। ফলে নিয়মিত ‘নোংরা’ মন্তব্যেরও শিকার হন। এ নিয়ে জয়া আহসান বলেন, “কমেন্ট বক্স বেশি দেখি না। কিন্তু যখন দেখি, খারাপ লাগে সেইসব মানুষের জন্য, যারা পৃথিবীতে বাজে মন্তব্য রেখে যাচ্ছেন। তারা একদিন হয়তো চলে যাবেন। কিন্তু কথাগুলো থেকে যাবে। পাপ হবে তার, আমার কিছু হবে না।”

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়