ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সমালোচনা থাকবেই, এখন আর ওসব নিয়ে মাথা ঘামাই না: দীঘি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৯, ২২ অক্টোবর ২০২৫   আপডেট: ১৯:৩২, ২২ অক্টোবর ২০২৫
সমালোচনা থাকবেই, এখন আর ওসব নিয়ে মাথা ঘামাই না: দীঘি

প্রার্থনা ফারদিন দীঘি

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের জনপ্রিয় মুখ প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে আলো ছড়ানো এই অভিনেত্রী এখন পুরোদস্তুর নায়িকা। 

চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তি পায় দীঘি অভিনীত ‘জংলি’ সিনেমা। এতে সিয়ামের বিপরীতে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন দীঘি। সেই সাফল্যের পরই শুরু হয়েছে তার নতুন সিনেমা ‘বিদায়’-এর শুটিং।

আরো পড়ুন:

সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে চলছে সিনেমাটির চিত্রায়ণ, যা নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। এরপর মধ্যপ্রাচ্যের একটি দেশে ধারণ করা হবে কিছু অংশ। সিনেমাটিতে দীঘির সহশিল্পী হিসেবে আছেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ।

এমন ব্যস্ততার মধ্যেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত মানসিকতা নিয়ে খোলামেলা কথা বলেন দীঘি। তার ভাষায়, “প্রতিটি সিনেমায় চরিত্রই আমার কাছে প্রধান। কারণ চরিত্রের মধ্যেই আমি নিজেকে খুঁজে পাই। কাজ করলে সমালোচনা থাকবেই, কিন্তু এখন আর ওসব নিয়ে মাথা ঘামাই না। আগে কষ্ট পেতাম, এখন বুঝি—অনেকে অন্যকে ছোট করে নিজেকে বড় দেখাতে চায়।” 

নায়িকা হিসেবে পর্দায় পা রাখার পর নানা সমালোচনার মুখে পড়লেও সেটাকেই প্রেরণা হিসেবে দেখেন দীঘি। তার মতে, সমালোচনা তাকে আরো দৃঢ় করেছে এবং শিল্পী হিসেবে বেড়ে ওঠার পথে ইতিবাচক ভূমিকা রেখেছে।  

অভিনয় এখন দীঘির জীবনের সবচেয়ে বড় ভালোবাসা—আর সমালোচনার ভেতর দিয়েই তিনি খুঁজে পান নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার শক্তি। 

‘বিদায়’ সিনেমাটি পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়। ‘বরবাদ’ নির্মাণ করে পরিচিতি পেয়েছেন তিনি। ‘বিদায়’ চলচ্চিত্রটি প্রযোজনা করছেন শাহরিন আক্তার।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়