ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফুটপাতের দোকানের জিনিস ছুড়ে ফেলছেন ক্ষুব্ধ খুশি, ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৪, ২৩ অক্টোবর ২০২৫   আপডেট: ১১:৪৭, ২৩ অক্টোবর ২০২৫
ফুটপাতের দোকানের জিনিস ছুড়ে ফেলছেন ক্ষুব্ধ খুশি, ভিডিও ভাইরাল

ব্যস্ত রাস্তা। ফুটপাতে একটি দোকানের সামনে দাঁড় করানো নীল রঙের মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি। এ দোকানের সামনে দাঁড়িয়ে উত্তেজিত কণ্ঠে কথা বলছেন ভারতীয় অভিনেত্রী খুশি মুখার্জি। কেবল তাই নয়, ওই দোকান থেকে বাজির বক্স নিয়ে রাস্তায় ছুড়ে ফেলছেন; আর দোকানি ও উপস্থিত লোকজনের সঙ্গে তর্ক করছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। 

দোকানের জিনিসপত্র কেন রাস্তায় ফেলে দিচ্ছেন খুশি মুখার্জি? ভিডিওতে তার বক্তব্য শুনলেই এ প্রশ্নের উত্তর পাওয়া যাবে। বাজির বক্স ছুড়ে ফেলার সময়ে খুশি মুখার্জি বলেন, “সবাই দীপাবলি উদযাপন করবে। কিন্তু আমার গাড়ি ঠুকে চলে গেল, আর তোমরা এখানে পটকা বিক্রি করছো।” এ পরিস্থিতিতে একজন বিক্রেতাকে বলতে শোনা যায়, “ওকে বোঝাও, ওর বেশি হয়ে যাচ্ছে, এখন মার খাবে।” এ বক্তব্য ঘটনাস্থলের উত্তেজনা আরো বাড়িয়ে দেয়। 

আরো পড়ুন:

এ ভিডিওর আরেক অংশে দেখা যায়, ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ কর্মকর্তার সঙ্গে তর্ক করছেন খুশি। চিৎকার করে বলেন, “এরা যা করছে সেটা চলবেই? আমার গাড়ি ঠুকে গেল রিকশাওয়ালা। আপনাদের ‘১০০’ নাম্বারে ফোন করলে ধরেন না। আমার গাড়ি ঠুকলো কেন?” পুলিশ অফিসার খুশি মুখার্জিকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু তাতে কর্ণপাত না করে আতশবাজির বক্স রাস্তায় ছুঁড়ে যাচ্ছিলেন খুশি।  

দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, একটি অটোরিকশা খুশির গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। কিন্তু রাস্তার পাশের কেউ সেই অটোরিকশাকে আটক করেনি। ফলে দোকানের জিনিসপত্র ফেলে দিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। তবে ঘটনাটি কবে ঘটেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।  

তামিল সিনেমার মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন খুশি মুখার্জি। তার অভিষেক চলচ্চিত্র ‘আঞ্জল থুরি’। এটি ২০১৩ সালে ‍মুক্তি পায়। পরবর্তীতে তেলেগু ভাষার ‘দোঙ্গা প্রেমা’, ‘হার্ট অ্যাটাক’, হিন্দি ভাষার ‘শ্রীনগর’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন ২৮ বছর বয়েসি এই অভিনেত্রী।  

তবে এমটিভির ‘স্প্লিটভিলা’ ও ‘লাভ স্কুল’ রিয়েলিটি শোয়ে অংশ নিয়ে বেশি দর্শকপ্রিয়তা লাভ করেন খুশি। তাছাড়া ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। এ তালিকায় প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত বেশ কিছু ওয়েব সিরিজও রয়েছে। যেমন: ‘গান্ডু’ (২০১৯), ‘নুরি’ (২০২০), ‘স্ট্রেঞ্জার’ (২০২১) প্রভৃতি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়