ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুরুষদের ইগো সামলানো আসল চ্যালেঞ্জ ছিল: জাহ্নবী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ২৬ অক্টোবর ২০২৫   আপডেট: ১৭:৩২, ২৬ অক্টোবর ২০২৫
পুরুষদের ইগো সামলানো আসল চ্যালেঞ্জ ছিল: জাহ্নবী

জাহ্নবী কাপুর

প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক-অভিনেতা বনি কাপুর দম্পতির বড় কন্যা জাহ্নবী কাপুর। বলিউডে পা রেখে এরই মধ্যে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন এই অভিনেত্রী। তবে ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে তাকেও বেশ চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে।

অভিনেত্রী কাজল ও টুইঙ্কল খান্না সঞ্চালিত অনুষ্ঠান ‘টু মাচ’। কয়েক দিন আগে এতে অতিথি হিসেবে উপস্থিত হন জাহ্নবী কাপুর। এ আলাপচারিতায় জাহ্নবীর কাছে জানতে চাওয়া হয়, ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হন? 

আরো পড়ুন:

এ প্রশ্নের জবাবে জাহ্নবী কাপুর বলেন, “আমি এটা বুঝি যে, একধরনের সুবিধাজনক অবস্থান থেকে কর্মজীবনে এসেছি। কিন্তু আমার আসল চ্যালেঞ্জ ছিল—পুরুষদের অহংবোধ, তাদের ইগো সামলানো।” 

জাহ্নবী কাপুর এমন একটি অবস্থানে আছেন, যেখান থেকে নিজের কথা নির্ভয়ে বলতে পারেন। এ তথ্য উল্লেখ করে জাহ্নবী কাপুর বলেন, “কিন্তু আমি এমন ঘরেও থেকেছি, এমন পরিস্থিতিতে পড়েছি, যেখানে আমাকে অন্যদের চেয়ে নিজেকে কম বুদ্ধিমান বা ‘বোকার মতো’ সাজিয়ে উপস্থাপন করতে হয়েছে।” 

“আপনার লড়াই আপনাকেই করতে হবে। তবে আপনার বক্তব্য এমন কৌশলে প্রকাশ করুন, যাতে আপনার বক্তব্য ভুলভাবে কাউকে আঘাত না করে।” বলেন জাহ্নবী কাপুর।  

‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জাহ্নবী। এরপর ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরিজ’, ‘পরম সুন্দরী’ সিনেমায় অভিনয় করেন তিনি। দক্ষিণী সিনেমায়ও অভিষেক হয়েছে তার। ‘দেবারা’ শিরোনামের এ সিনেমায় নায়ক হিসেবে পেয়েছেন জুনিয়র এনটিআরকে। 

জাহ্নবী কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সানি সংস্কারি কি তুলসি কুমারী’। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান। জাহ্নবীর পরবর্তী সিনেমা ‘পেদ্দি’। সিনেমাটিতে রাম চরণের বিপরীতে অভিনয় করছেন এই অভিনেত্রী। তেলেগু ভাষার এ সিনেমা পরিচালনা করছেন বুচি বাবু সানা। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ২৭ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। 

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়