ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মজার অভিজ্ঞতা শেয়ার করলেন শাকিব

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ৮ নভেম্বর ২০২৫   আপডেট: ১৭:১৪, ৮ নভেম্বর ২০২৫
মজার অভিজ্ঞতা শেয়ার করলেন শাকিব

ঢালিউডের সুপারস্টার শাকিব খান চরিত্র অনুযায়ী নিজেকে ভাঙেন, গড়েন। এবারও তার ব্যতিক্রম দেখা যাচ্ছে না। নতুন সিনেমা ‘সোলজার’–এ তিনি হাজির হয়েছেন সম্পূর্ণ নতুন অবয়বে— মজবুত গোঁফ, দৃঢ়দৃষ্টি, এক দেশপ্রেমিক যোদ্ধা রূপে।

এই গোঁফই এখন শাকিব ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দু। এমনকি তার নিজস্ব মেকআপম্যানও নাকি মাঝেমধ্যে অবাক হয়ে তাকিয়ে থাকেন! শাকিব খান নিজেই ফাঁস করলেন গোঁফের সেই রহস্য। তিনি বলেন, “আমার গোঁফ নিয়ে অনেকেই জানেন না একটা ব্যাপার— এই গোঁফটা কিন্তু আসল! ভক্তরা দারুণ পছন্দ করেছে আমার এই লুক।”

তিনি আরো বলেন, “শুটিং শেষে মেকআপ যারা আমার রিমুভ করেন, আমি মাঝেমাঝে তাদের বলি, আমার গোঁফটা খুলে দাও। তারপর দেখি তারা অনেকক্ষণ ধরে হাত দিয়ে নাড়াচাড়া করে দেখে, তারপর বলে, ‘আরে এটা তো আসল!’ তখন আমি সত্যি খুব উপভোগ করি।”
গত ৭ নভেম্বর, রাজধানীর বনানীতে একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নতুন লুকে শাকিব খান। সেখানেই ভক্তদের সামনে ফাঁস করেন তার গোঁফের মজার রহস্য।

সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। এতে তিনি এক সাহসী দেশপ্রেমিক, যিনি দেশের দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়বেন।

অ্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমায় তার বিপরীতে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তানজিন তিশা। এ ছাড়াও অভিনয়ে আছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী এবং এবিএম সুমন। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত ‘সোলজার’ আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

ঢাকা/রাহাত

সর্বশেষ

পাঠকপ্রিয়