ইলিয়াস কাঞ্চনকে দেখতে গেলেন নায়িকা সোনিয়া
ইলিয়াস কাঞ্চনের সঙ্গে সোনিয়া
ঢাকাই সিনেমার প্রিয় মুখ ইলিয়াস কাঞ্চন লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন। সেখানে তার পাশে দাঁড়াতে একে একে ছুটে যাচ্ছেন শোবিজের পরিচিতরা। সেই তালিকায় নতুন করে যুক্ত হলেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী সোনিয়া। বহুদিন পর নন্দিত এই শিল্পীর সঙ্গে দেখা করে নিজের অনুভূতি শেয়ার করেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে সোনিয়া লেখেন, “ইংল্যান্ডের কর্মব্যস্ত জীবনের কারণে অনেকদিন ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সঙ্গে দেখা করতে যাওয়া হয়নি। যোগাযোগ সবসময় হয়, তবে আজ প্রথম সুযোগ পেলাম তাকে দেখতে যাওয়ার। ভাইয়ার চলমান চিকিৎসায় কিছুদিনের বিরতি ছিল। আগামী সপ্তাহে আবার চিকিৎসা শুরু হবে।”
ইলিয়াস কাঞ্চন এখন স্বাভাবিকভাবে কথা বলছেন এবং পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাচ্ছেন। এ তথ্য উল্লেখ করে সোনিয়া লেখেন, “ভাইয়া আমার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেছেন। উনার পরিবারের সঙ্গে কাটালাম ভালো সময়। ডাক্তারের পরামর্শ ছাড়া পরবর্তী কোনো সিদ্ধান্ত জানানো যাচ্ছে না। তবে আপাতত বাংলাদেশে ফেরার কোনো সম্ভাবনা নেই।”
ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে মেয়ের সঙ্গে আছেন। মেয়ে, মেয়ের জামাই, নাতি-নাতনিদের সঙ্গে তার সময় কাটছে। এ নায়কের সঙ্গে তার স্ত্রীও রয়েছেন। সোনিয়া অনুরোধ করেছেন, কোনো ধরনের গুজব না ছড়িয়ে ইলিয়াস কাঞ্চনের সুস্থতার জন্য দোয়া করতে।
সোনিয়া বেশকিছু সিনেমায় ইলিয়াস কাঞ্চনের সঙ্গে অভিনয় করেছেন। এ তালিকায় রয়েছে—‘ভয়ংকর ৭ দিন’, ‘বিদ্রোহী কন্যা’, ‘বডিগার্ড’, ‘শেষ রক্ষা’ প্রভৃতি। তবে কখনো জুটি হয়ে অভিনয় করেননি দুই প্রজন্মের জনপ্রিয় এই দুই তারকা।
দীর্ঘদিন ধরেই সিনেমার বাইরে আছেন সোনিয়া। স্বামী-সন্তান নিয়ে ইংল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করছেন এই অভিনেত্রী।
ঢাকা/রাহাত/শান্ত