‘বিবাহবার্ষিকী ভুলে গেলে আমি এখন হাসপাতালে থাকতাম’
ভারতীয় অভিনেতা চাঙ্কি পান্ডে। আশির দশক থেকে হিন্দি, তেলেগু, কন্নড় সিনেমায় অভিনয় করে যাচ্ছেন। ব্যক্তিগত জীবনে ভাবনা পান্ডের সঙ্গে ঘর বেঁধেছেন। এ দম্পতির দুই কন্যাসন্তান রয়েছে। বাবার পদচিহ্ন অনুসরণ করে রুপালি জগতে পা রেখেছেন বড় কন্যা অনন্যা পান্ডে। কেবল তাই নয়, বলিউডে যাত্রা করে খ্যাতিও কুড়িয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি ‘মাস্টারশেফ ইন্ডিয়া’ এর একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন চাঙ্কি পান্ডে-ভাবনা পান্ডে দম্পতি। মূলত, অনুষ্ঠানটি ছিল বিয়ের থিম নিয়ে। সেখানে প্রতিযোগীদের চ্যালেঞ্জ দেওয়া হয় একটি রাজকীয় বিয়ের বুফে তৈরি করার জন্য। হরেক রকমের খাবারের গন্ধে যখন স্টুডিও ম ম করছে, ঠিক তখন সঞ্চালক ভাবনাকে প্রশ্ন করেন—যদি তার মেয়ে অনন্যার বিয়ে হয়, তবে সেই বিয়ের খাবারের মেন্যুতে কী কী পদ রাখতে চান?
ভাবনা পান্ডে কোনোরকম লুকোছাপা না করে নিজের পছন্দের খাবারের তালিকা শেয়ার করেন। তিনি বলেন, “মেয়ের বিয়ের মেন্যু হবে একেবারে জমকালো। অতিথিদের জন্য থাকবে নানা ধরনের নিরামিষ ও আমিষের পদ। আমার প্রিয় খাবারের মধ্যে থাকবে—মাটন কারি, ইন্ডিয়ান-স্টাইল তিরামিসু (এক ধরনের মিষ্টি), রসুনের আচার, বেগুনি রঙের পরোটা।”
ভাবনা পান্ডের খাবারের মেন্যুর সবচেয়ে আকর্ষণীয় এবং ব্যতিক্রম পদ রসুনের আচার ও বেগুনি রঙের পরোটা। ভাবনার এই খাবারের তালিকার কথা শুনে হাসি চেপে রাখতে পারেননি স্বামী চাঙ্কি পান্ডে। নিজের রসিক মেজাজ দিয়ে অনুষ্ঠানের পরিবেশ আরো হালকা করে দেন। মজার ছলে চাঙ্কি পান্ডে বলেন, “আমি তো সবসময় দুইবার বিয়ে করতে চেয়েছি। আর সেটা ভাবনার সঙ্গেই!”
রসিকতার জবাবে ভাবনা পান্ডে জানান, চাঙ্কি তাদের বিবাহবার্ষিকীর তারিখ কখনো ভোলেন না ঠিকই, কিন্তু উপহার দেওয়ার বেলায় বেশ কাঁচা। চাঙ্কিও দমে যাওয়ার পাত্র নন। তিনি বলেন, “বিবাহবার্ষিকী ভুলে গেলে তো আমি এখন এখানে থাকতাম না, সোজা হাসপাতালে থাকতাম!”
তেষট্টি বছর বয়সি চাঙ্কি পান্ডে এখনো অভিনয়ে সরব। ২০২৫ সালে তার অভিনীত চারটি সিনেমা মুক্তি পেয়েছে। গত বছর তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সন অব সরদার টু’। ‘রাহু কেতু’ সিনেমার মাধ্যমে চলতি বছরটি শুরু করেন চাঙ্কি। গত ১৬ জানুয়ারি মুক্তি পায় এটি।
ঢাকা/শান্ত