জন্মদিনেও শুটিং-এ ব্যস্ত সাইমন
রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম
সাইমন সাদিক
রাহাত সাইফুল : চলচ্চিত্রাভিনেতা সাইমন সাদিক এর ২৯তম জন্ম দিন আজ। ১৯৮৫ সালের ৩০ আগস্ট এই দিনে কিশোরগঞ্জের কলাপাড়ায় জন্মগ্রহন করেন তিনি।
জন্মদিনের শুভেচ্ছা জানাতে রাইজিংবিডি কথা বলেছে সাইমনের সাঙ্গে। সে সময় তিনি বলেন, ‘ইচ্ছে ছিলো ঘটাকরে জন্মদিন পালন করব। কিন্তু শুটিং নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পরেছি যে, সে সুযোগ নেই। তাই এবার সবাইকে নিয়ে জন্মদিন পালন করা হচ্ছে না।’
তিনি জানান, এখন ব্যস্ত ইফতেখার চৌধুরীর পরিচালনায় অ্যাকশন জেসমিন সিনেমার শুটিং নিয়ে।
জন্মদিনে তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‘এবারের জন্মদিনে দশর্কদের জন্য আমার পক্ষ থেকে উপহার তুই শুধু আমার সিনেমাটি। ছবিটি ৫ সেপ্টেম্বর মুক্তি পাবে সাড়া দেশে।’
ছবিটি পরিচালনা করেছেন রাজু চৌধুরী। ত্রিমুখী প্রেম ও দ্বন্দ্ব নিয়ে নির্মিত তুই শুধু আমার চলচ্চিত্রে সাইমন-এর বিপরীতে অভিনয় করেছেন মৌমিতা। এ ছাড়া আরো অভিনয় করেছেন সিনথিয়া, আলেকজান্ডার বো, কাজী হায়াৎ প্রমুখ। মোহাম্মদ আলী প্রযোজিত তুই শুধু আমার চলচ্চিত্রটি পরিবেশনা করছে মীনা ফিল্মস। সুদীপ কুমার দীপের কথায় সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ। এটি সাইমন অভিনীত পঞ্চম সিনেমা মুক্তি পাচ্ছে।
রাইজিংবিডি/ঢাকা/৩০ আগস্ট ২০১৪/রাশেদ শাওন
রাইজিংবিডি.কম