ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পরিচালনা আমার মূল টার্গেট : অদিতি

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ১৪ জানুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পরিচালনা আমার মূল টার্গেট : অদিতি

অদিতি

রাহাত সাইফুল : আসিফ মাহমুদ অদিতি। সংস্কৃতিমনা একটি পরিবারে তার বেড়ে ওঠা। বড় ভাই শতাব্দী ওয়াদুদ। যার জনপ্রিয়তা আকাশ চুম্বী। কাকা শহিদুল আলম সাচ্চু। তিনিও একজন শক্তিমান অভিনেতা। তাই ছোটবেলা থেকেই সিনেমা, নাটক পছন্দ করতেন অদিতি। তখন থেকেই তার ইচ্ছে ক্যামেরার পিছনে কাজ করার।

অদিতি তার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ভর্তি হন প্রাচ্যনাট থিয়েটারে। সেখানে নিয়মিত চর্চা শুরু করেন অভিনয়ের। তারপর তিনি মিউজিক ভিডিওর প্রোডাকশন হাউজ ‘ডগস ডে’তে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ শুরু করেন। এর পরে চারুলতা মিডিয়া পয়েন্টে সিনেমাটোগ্রাফার হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন অদিতি।  

২০১১ সালে হঠাৎ করেই নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম তার নাটকে অভিনয় করতে বলেন। ডানে বামে না তাকিয়ে সোজা রাজি হয়ে যান তার প্রস্তাবে। অদিতি অভিনীত প্রথম এ নাটকের নাম ‘একটি সাধারণ প্রেমের গল্প’। এর পর শিহাব শাহিনের ‘মুম্বাসা’ নামের ১০৪ পর্বের একটি মেগা সিরিয়ালে অভিনয় করে মিডিয়ায় আলোচিত হন তিনি। এ সিরিয়ালের ফাঁকে আরও কয়েকটি একক নাটকেও কাজ করেন অদিতি।

অভিনেতা হিসেবে ক্যামেরার সামনে আসলেও ক্যামেরার পিছনেই কাজ করতে চান তিনি। তাই দীর্ঘ সময় কোন একক কিংবা সিরিয়ালে অভিনয় না করে শুরু করেন বিজ্ঞাপনচিত্রের কাজ। বেশ কয়েকটি বিজ্ঞাপন চিত্রের কাজ বেশ সুনামও কুড়িয়েছে।

 


রাইজিংবিডি/ঢাকা/১৪ জানুয়ারি ২০১৫/রাহাত/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়