ব্যাচেলর সালমানের ভালোবাসা দিবস!
আমিনুল ই শান্ত || রাইজিংবিডি.কম
সালমান খান
বিনোদন ডেস্ক : একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। এ তথ্য নতুন কিছু নয়। তবে এবারের বিশ্ব ভালোবাসা দিবস তিনি কার সঙ্গে কাটিয়েছেন এ খবর জানার আগ্রহ তার ভক্তদের রয়েই গেছে। এটা ঠিক যে, এ দিনটি একা কাটেনি বলিউডের মোস্ট এলিজিবল এ ব্যাচেলরের।
একটু ভিন্নভাবে ভালোবাসা দিবসটি সেলিব্রেশন করেছেন তিনি। তবে নামকরা কোনো মডেল বা অভিনেত্রী নয় বরং তার এক ভক্তের সঙ্গে ভ্যালেন্টাইনস ডে সেলিব্রেট করেছেন এ অভিনেতা।
সম্প্রতি সোশ্যাল নেটওর্য়াকিং সাইটে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, ওই সুন্দরী ভক্ত সালমানের গালে চুমু খাচ্ছেন। শুধু কী তাই! সালমানও কম যান না, তার হাতেও রয়েছে একটি লাল গোলাপ। সেই ফুল যে তিনি কাকে দেবেন তা নিশ্চয়ই আর বলে দিতে হবে না। জানা গেছে- ওই তরুণী সালমানের খুব ভক্ত।
রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৫/শান্ত/ফিরোজ
রাইজিংবিডি.কম