ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এপ্রিলের শেষে ঘূর্ণিঝড়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০২, ৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এপ্রিলের শেষে ঘূর্ণিঝড়ের শঙ্কা

চলতি মাসে বঙ্গপোসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৭ এপ্রিল) আবহাওয়াবিদ আফতাব আহমেদ বলেন, ‘মাসের মাঝামাঝির পর বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়া, এ মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। দেশের উত্তর, উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চলে দুই থেকে তিন দিন বজ্র ও শিলা বৃষ্টিসহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। পাশাপাশি দেশের অন্যান্য জায়গায় চার থেকে ছয় দিন হালকা কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।’

আজকের আবওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ খুলনা, বরিশাল ও সিলেটের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। রাজশাহী পাবনা, রাঙামাটি ও সিলেট অঞ্চলসহ ঢাকা ‍ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আরো বিস্তার লাভ করতে পারে।

সারা দেশের দিনের তাপমাত্রা আরো বাড়তে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তাপপ্রবাহের মধ্যে আগামী বৃহস্পতি ও ‍শুক্রবার দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। এতে গরম কিছুটা কমতে পারে বলে জানান আফতাব আহমেদ।

 

ঢাকা/নূর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়