ঢাকা     শনিবার   ১২ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৮ ১৪৩২

ঢাকায় দিনভর ৩১ মি.মি. বৃষ্টি, কালও বৃষ্টির আভাস

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০১, ১ আগস্ট ২০২৪  
ঢাকায় দিনভর ৩১ মি.মি. বৃষ্টি, কালও বৃষ্টির আভাস

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশজুড়ে সকাল থেকে হালকা থেকে ভারী বৃষ্টি হচ্ছে। আজ বৃহস্পতিবার রাজধানীতে হালকা থেকে মাঝারি ধরনের ভারি বৃষ্টি হয়েছে। সারাদিনে ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী দুইদিন টানা বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, আজ দেশের সব বিভাগেই হালকা থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। সর্বোচ্চ ২০৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারের কুতুবদিয়ায়। আর, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীতে ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এরপর দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সর্বমোট ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

তিনি আরো বলেন, বৃষ্টি আরও দুই দিন চলবে। আজ রাতেও রাজধানীসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারও রাজধানীতে দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এ অবস্থায় দেশের চার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এ ছাড়াও আগামী দুইদিন টানা বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এ দিকে বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়া অফিস আরও জানায়, আগামীকাল শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। 

আগামী শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

হাসান/তারা 


সর্বশেষ

পাঠকপ্রিয়