ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বছরের সর্বোচ্চ তাপমাত্রা আজ, থাকবে আরো দুদিন

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪২, ৯ মে ২০২৫   আপডেট: ২১:৫৬, ৯ মে ২০২৫
বছরের সর্বোচ্চ তাপমাত্রা আজ, থাকবে আরো দুদিন

তাপপ্রবাহে পুড়ছে দেশের বেশির ভাগ এলাকা। জনজীবন অতিষ্ঠ। শুক্রবার (৯ মে) চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে। এ তাপমাত্রার রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। রাজধানীতেও চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, “তাপপ্রবাহের পরিধি অনেকটাই বেড়ে গেছে। আজ রাজধানীতেও তাপপ্রবাহ চলতি বছরের সর্বোচ্চ। এ অবস্থা অন্তত দুই দিন আরো চলতে পারে। তবে এমন পরিস্থিতি এ মাসের জন্য খুব অস্বাভাবিক নয়।”

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবারের চেয়ে শুক্রবার তাপপ্রবাহ দেশের আরো বেশি এলাকায় ছড়িয়েছে। আর এ অবস্থা আরো অন্তত দুই দিন থাকতে পারে। আসলে বৃষ্টি না হলে তাপপ্রবাহ কমার তেমন লক্ষণ নেই।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দুই দিন দেশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। শুক্রবার বিকেল থেকে রবিবার পর্যন্ত এই তাপপ্রবাহ বয়ে যাবে। তবে সোমবার দেশের তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, ‘আজ বিকেল থেকে দেশে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। শনিবার ও রবিবার এই তাপপ্রবাহ বিরাজ করবে। তবে সোমবার থেকে তা কিছুটা প্রশমিত হতে পারে।’

তিনি জানান, আজ চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটা আরো বাড়তে পারে।

এদিকে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত দুপুরে দেওয়া এক সতর্ক বার্তায় জানানো হয়েছে, দেশের ওপর দিয়ে চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং আজ দুপুর ২টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে কোথাও কোথাও তা তীব্র তাপপ্রবাহ আকারে বিরাজ করতে পারে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, দিনাজপুর, নীলফামারী, রাজারহাট, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, বরিশাল এবং পটুয়াখালী জেলাসহ ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।

ঢাকা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়