ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গ্রন্থমেলায় হাসান অরিন্দমের ‘গলে পড়ছে সময়ের মোম’ 

ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ২২ মার্চ ২০২১   আপডেট: ১৬:৪৯, ২২ মার্চ ২০২১
গ্রন্থমেলায় হাসান অরিন্দমের ‘গলে পড়ছে সময়ের মোম’ 

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক হাসান অরিন্দমের গল্পগ্রন্থ ‘গলে পড়ছে সময়ের মোম’।

এটি লেখকের ৭ম গল্পগ্রন্থ। বইয়ের ৮টি গল্প বিশেষ একটি সূত্রে গাঁথা। লেখক এ রচনাসমূহে বাস্তবতার পরিসীমায় আবদ্ধ থাকেননি। এই জীবনের মধ্যে থেকে তিনি সন্ধান করেছেন অন্য এক জীবনের স্বরূপ। ভাবনা ও পরিপার্শ্বের স্বতন্ত্র রূপায়ণকে পাঠক জাদুবাস্তব বা পরাবাস্তব বলে চিহ্নিত করতে পারেন। গল্পগুলো বিষয়বস্তু ও প্রকাশভঙ্গি উভয় ক্ষেত্রেই লেখকের বিশেষত্ব নির্দেশ করে।

আরো পড়ুন:

বইটির প্রকাশক বাংলানামা। প্রচ্ছদ এঁকেছেন আল নোমান। মূল্য ২০০ টাকা।


 

ঢাকা/শান্ত 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়