ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বইমেলায় শান্তা মারিয়ার নতুন গ্রন্থ ‘চীনের মসজিদ চীনের মুসলিম’

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৯, ৩ ফেব্রুয়ারি ২০২৩  
বইমেলায় শান্তা মারিয়ার নতুন গ্রন্থ ‘চীনের মসজিদ চীনের মুসলিম’

বইমেলায় আসছে শান্তা মারিয়ার নতুন গ্রন্থ ‘চীনের মসজিদ চীনের মুসলিম’। বইটি প্রকাশ করবে মাওলা ব্রাদার্স ।

‘চীনের মসজিদ চীনের মুসলিম’গ্রন্থটিতে চীনের বিভিন্ন মসজিদের বর্ণনা রয়েছে। চীনা মুসলিমদের রয়েছে বিভিন্ন রীতি রেওয়াজ। সমগ্র চীনে ২৯ হাজারের বেশি মসজিদ রয়েছে। সিনচিয়াংয়েই মসজিদ রয়েছে ২৫ হাজারের মতো। এর মধ্যে উরুমছির গ্র্যান্ড বাজার মসজিদ আর কাশগড়ের ঈদগাহ (ইদকাহ) মসজিদ, বেইজিংয়ের নিউচিয়ে, কুয়াংচোওর হুইসিয়াং, সিয়ানের বড় মসজিদ, সাংহাইয়ের বড় মসজিদ, তিব্বতের লাসা মসজিদ খুব বিখ্যাত। এসব মসজিদের ঈদের জামাতে দূরদূরান্ত থেকেও মুসলিমরা আসেন। আর পাড়ার মহল্লার ছোট ছোট মসজিদগুলোতেও পাঁচ ওয়াক্ত নামাজ, জুম্মা এবং ঈদের জামাতের ব্যবস্থা আছে।  জানা যাবে চীনের মসজিদের ইতিহাস, মুসলিমদের সংস্কৃতিসহ নানা বিষয়।

/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়